Bangla24X7 Desk : চলতি সপ্তাহেই মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক হতে পারে অখিলেশ যাদবের। সূত্রের খবর , আগামী শুক্রবার ১৭ তারিখ বৈঠক হতে পারে মমতা বন্দ্যোপাধ্যায় ও অখিলেশ যাদবের মধ্যে। সমাজবাদী পার্টির কনফারেন্সে যোগ দিতে শুক্রবার কলকাতায় আসছেন অখিলেশ যাদব। সেদিন বিকেলেই কালীঘাট যেতে পারেন অখিলেশ যাদব। সমাজবাদী পার্টির সর্বভারতীয় সহ-সভাপতি কিরণময় নন্দ জানিয়েছেন,  ‘আগামী ১৮ আর ১৯ তারিখ দলের জাতীয় সম্মেলন। অখিলেশ যাদব ১৭ তারিখই কলকাতায় সকালে পৌঁছে যাবেন।

ওইদিন দলের সবার সঙ্গে একটা বৈঠক রয়েছে বিকেল ৩টে নাগাদ। এরপর বিকেল ৫টায় কালীঘাটে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দেখা করতে যাবেন তিনি।’ আগামী শনিবার ও রবিবার অখিলেশ যাদব সম্মেলন নিয়ে ব্যস্ত থাকবেন।  শেষ দিন সাংবাদিকদের মুখোমুখি হবেন। শুক্রবার অখিলেশ-মমতার সাক্ষাতের সময় উপস্থিত থাকতে পারেন অভিষেক বন্দোপাধ্যায় ও কিরণময় নন্দ। প্রসঙ্গত, আগামী মাসে আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিয়াল বিরোধী বৈঠক ডেকেছেন দিল্লিতে। সেখানে আমন্ত্রিত তৃণমূল সুপ্রিমো। এছাড়া বিরোধী ৮ দলের নেতানেত্রীদেরও আহ্বান জানানো হয়েছে। দিল্লির বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় যেতে পারেন বলেই এখনও পর্যন্ত জানা যাচ্ছে।

সমাজবাদী পার্টির জাতীয় সম্মেলন এবার বসছে কলকাতায়। ১৮ থেকে ১৯ মার্চ দু’দিনের সেই সম্মেলনে যোগ দিতে শহরে আসছেন সপা নেতা অখিলেশ যাদব । আর এই সময়েই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে তাঁর বৈঠক রাজনৈতিক ভাবেও তাৎপর্যপূর্ণ। রাজনৈতিক মহলের মতে দু’ জনের মধ্যে লোকসভা ভোটের আগে জোট নিয়ে, আলোচনা হতে পারে। লোকসভা ভোট, বিরোধী জোট নিয়ে কথা হওয়ার সম্ভাবনা। এর আগেও একাধিকবার মমতা-অখিলেশ বৈঠক হয়েছে। উত্তর প্রদেশের বিধানসভা ভোটের আগে বৈঠক হয়েছে। অখিলেশের দলের হয়ে প্রচারে গিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। কলকাতায় এই নিয়ে মমতা-অখিলেশের মধ্যে ৬ বার বৈঠক হতে চলেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *