Bangla24x7 Desk : Srijan : ছাত্র সংগঠন থেকে সরলেন সৃজন , প্রতীক-উর! তাহলে প্রার্থীপদ ? লোকসভার আগেই কৌশলী বাম নেতৃত্ব। ছ’বছর ধরে দক্ষতার সঙ্গে ছাত্র সংগঠনের দায়িত্ব সামলানোয় এই দুই তরুণ নেতার উপর খুশি আলিমুদ্দিন। সূত্রের খবর, এসএফআইয়ের রাজ্য সম্পাদক সৃজন ভট্টাচার্যকে আগামী লোকসভা নির্বাচনে প্রার্থী করার কথা ভাবছে আলিমুদ্দিন। প্রতীক উর-কেও পার্টিতে আরও বড় গুরুত্বপূর্ণ কাজে লাগানো হবে। সেটা লোকসভা ভোট কেন্দ্রিক।
তরুণ প্রজন্মকে মুখ করে দায়িত্ব দেওয়ার প্রক্রিয়া সিপিএম ইতিমধ্যেই শুরু করেছে। সেই সূত্র ধরেই দলের দুই নবীন মুখ ছাত্র নেতা সৃজন ভট্টাচার্য ও প্রতীক উর রহমানদের বড় দায়িত্ব দিচ্ছে আলিমুদ্দিন স্ট্রিট। ২২ থেকে ২৪ জানুয়ারি মালদহে অনুষ্ঠিত হতে চলেছে এসএফআইয়ের রাজ্য সম্মেলন। মালদহে এসএফআইয়ের রাজ্য সম্মেলন ও সেই উপলক্ষে সমাবেশ হবে। এই বিশাল সমাবেশ করার উদ্যোগ নিয়েছে ছাত্র সংগঠন। সেখানেও তরুণ প্রজন্মের জমায়েত নতুন করে অক্সিজেন দেবে বাম শিবিরকে, আশাবাদী ছাত্রনেতারা।
দেবাঞ্জন দে, আকাশ কর, প্রণয় কাঞ্জি, নবনীতা চক্রবর্তী, বাদশা দাস, মহম্মদ আতিফ, ঋজুরেখ দাশগুপ্ত, অনিরুদ্ধ চক্রবর্তী, অনির্বাণ রায়চৌধুরীদের নাম রয়েছে। এস এফ আই য়ের পরবর্তী রাজ্য সভাপতি ও সম্পাদক পদে একাধিক নাম ঘোরাফেরা করছে। সম্প্রতি ব্রিগেড সমাবেশ চাঙ্গা করেছে তরুণ প্রজন্মের বাম কর্মীদের। ২৪ তারিখ মালদহে প্রকাশ্য সমাবেশে প্রতীক উর রহমান, সৃজন ভট্টাচার্য , দীপ্সিতা ধর, ময়ূখ বিশ্বাস ছাড়াও বক্তা হিসাবে থাকবেন সিপিএম রাজ্য সম্পাদক মহম্মদ সেলিম, পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী।
লক্ষ্য ECO Friendly গঙ্গাসাগর – মেলা শেষে আবর্জনা সরাতে ঝাড়ু হাতে সৈকত সাফাইয়ে রাজ্যের মন্ত্রীরা
Srijan : ছাত্র সংগঠন থেকে সরলেন সৃজন , প্রতীক-উর! তাহলে প্রার্থীপদ ? লোকসভার আগেই কৌশলী বাম নেতৃত্ব
অনান্য খবর : – Dhupaguri Sub District : ধূপগুড়ি মহকুমা ঘোষিত – ‘কথা দিয়ে কথা রাখার নামই হল তৃণমূল’ , বলছেন অভিষেক
২০২১ সালের বিধানসভা ভোটের আগে প্রচারে গিয়ে মুখ্যমন্ত্রী মমতাও আশ্বাস দিয়েছিলেন পৃথক মহকুমার। কিন্তু যে কোনও কারণেই হোক, তা হয়নি। উপনির্বাচনের আগে ফের সেই দাবি ওঠে।সেপ্টেম্বরের উপনির্বাচনে বিজেপির জেতা আসন ছিনিয়ে নিয়েছিল তৃণমূল। ভোটের পর বিজেপির নেতারাও ঘরোয়া আলোচনায় স্বীকার করে নিয়েছিলেন, শেষ পর্বে অভিষেকের মহকুমা করার প্রতিশ্রুতি ধূপগুড়ির Continue Reading