Bangla24x7 Desk : মৃত্যু হল সেনার বহু অভিযানের সঙ্গী সারমেয় ‘জুমে’র। দিন কয়েক আগে কাশ্মীরের অনন্তনাগে  এক অভিযানে জেহাদিদের দু’টি গুলি বুক পেতে নেয় ‘জুম’। এরপর আশঙ্কাজনক হয়ে চিকিৎসাধীন ছিল সারমেয়টি। অস্ত্রোপচারও হয়েছিল তার। যদিও বৃহস্পতিবার মৃত্যু হল তার।

এদিন সেনার তরফে এক বিবৃতিতে জানানো হয়েছে, “অ্যাডভান্স ফিল্ড পশু হাসপাতালে চিকিৎসা চলছিল সেনার কুকুর জুমের। বৃহস্পতিবার বেলা ১২টা নাগাদ তার মৃত্যু হয়। ১১টা বেজে ৪৫ মিনিট অবধি চিকিৎসায় সাড়া দিচ্ছিল সে। আচমকা শ্বাসকষ্ট শুরু হয় এবং মৃত্যু হয় সারমেয়টির। এর আগে গুলিবিদ্ধ জুমের অনন্তনাগের কোকরনাগের এই হাসপাতালে অস্ত্রোপচার হয়। আশা করা হচ্ছিল সেরে উঠবে। যদিও শেষ পর্যন্ত তা হল না।

হাসপাতালে অস্ত্রোপচারের পর সেনাবাহিনী জানিয়েছিল, জুমের অবস্থা স্থিতিশীল। তার পিছনের পা ভেঙে গিয়েছে। মুখে স্প্লিন্টার ইনজুরি আছে। তবে পা প্লাস্টার করা হয়েছে এবং মুখের ক্ষতস্থান থেকে ছররা বের করা হয়েছে। তবে আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টা খুবই গুরুত্বপূর্ণ। শ্রীনগরে সেনার পশু চিকিৎসালয়ে তার উপর নজর রাখছে চিকিৎসকদের একটি দল।”

উল্লেখ্য, জঙ্গি দমন অভিযানে জুমের জন্যই সেনা জওয়ানদের উপর থেকে বড়সড় বিপদ কেটে যায়। জঙ্গিদের দেখতে পেয়েই ঝাঁপিয়ে পড়েছিল সে। ফলে সতর্ক হয়ে যান জওয়ানরা। মঙ্গলবার কাশ্মীরের অনন্তনাগ জেলার কোকেরনাগের তাংপাও এলাকায় জঙ্গিদের গোপন ডেরার সন্ধান পায় সেনাবাহিনী। গোপন সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে ওই এলাকায় যৌথ তল্লাশি অভিযান শুরু হয়। সেনা ও পুলিশের উপস্থিতি টের পায় জঙ্গিরা। গুলি চালাতে শুরু করে তারা। পালটা জবাব দেয় যৌথ বাহিনী। শুরু হয় দু’পক্ষের গুলির লড়াই। রাতভর লড়াই শেষে দুই জঙ্গিকে নিকেশ করা হয়। ওই লড়াইয়ে দুই জঙ্গিকে দেখতে পেয়ে আক্রমণ করে জুম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *