Bangla24x7 Desk : বিনায়ক দামোদর সাভারকর ব্রিটিশদের সহায়তা করেছিলেন। প্রতারণা করেছিলেন গান্ধী, নেহরুদের সঙ্গে। প্রাক্তন কংগ্রেস সভাপতি রাহুল গান্ধীর এমনই মন্তব্য ঘিরে বিতর্ক ঘনিয়েছে। সাভারকরের নাতি রঞ্জিৎ সাভারকর ও শিবসেনা সাংসদ রাহুল শেওয়ালে ইতিমধ্যেই মুম্বইয়ের শিবাজি পার্ক থানায় রাহুলের বিরুদ্ধে এফআইআর দায়ের করেছেন। এহেন পরিস্থিতিতে কংগ্রেস নেতার দাবি, মহারাষ্ট্র সরকার পারলে তাঁর ‘ভারত জোড়ো যাত্রা’ বন্ধ করে দেখাক।

ঠিক কী বলেছিলেন রাহুল? তাঁর কথায়, ”বীর সাভারকর ব্রিটিশকে একটি চিঠি লিখে জানিয়েছিলেন, ‘স্যার, আমি আপনাদের আজ্ঞাবহ দাস।’ এবং তাতে স্বাক্ষর করেছিলেন। সাভারকর ব্রিটিশদের সহায়তা করেছিলেন। তিনি মহাত্মা গান্ধী, জওহরলাল নেহরু, সর্দার প্যাটেলের মতো নেতাদের সঙ্গে প্রতারণা করেছিলেন ভয়ে ভয়ে চিঠিটিতে সই করে।”

গান্ধীর গ্রেপ্তারি চেয়েছেন সাভারকরের নাতি। তিনি বলেছিলেন, ”অতীতেও এভাবেই সাভারকরের অপমান করেছে ওরা। তাই এবার আমরা রাহুল গান্ধীর বিরুদ্ধে এফআইআর দায়ের করেছি। একজন মহিলা শরদ পওয়ারকে অপমান করায় জেলে গিয়েছিলেন এক মাসের জন্য। সাভারকর পওয়ারের চেয়ে অনেক বড় নেতা। তাই এবার কংগ্রেস নেতাদের বিরুদ্ধেও কড়া পদক্ষেপ করুক সরকার।”
তাঁর আরও দাবি, ‘ভারত জোড়ো যাত্রা’ সেভাবে পাত্তা পাচ্ছে না বলেই রাহুল এই ধরনের মন্তব্য করছেন। তবে কেবল কংগ্রেস নয়, এই ধরনের মন্তব্যের পরও তেমন কোনও পদক্ষেপ না করার জন্য শিব সেনার বিরুদ্ধেও তোপ দাগতে দেখা গিয়েছে তাঁকে। যদিও শিব সেনা সাংসদ রাহুলের বিরুদ্ধে পদক্ষেপ করেছেন। তবুও এমন অভিযোগ করেছেন তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *