Say Bengali : বাংলা বলুন ! ভরা এজলাসে মাতৃভাষার 'পাঠ' বিচারপতি গঙ্গোপাধ্যায়ের , টানলেন ‘ভাষা শহীদ দিবসে’র প্রসঙ্গ

Bangla24x7 Desk : Say Bengali : My Lord নয় , ‘হুজুর’! ভরা এজলাসে মাতৃভাষার ‘পাঠ’ দিলেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। কলকাতা হাইকোর্টে সাধারণত আইনজীবী ও বিচারপতির মধ্যে কথোপকথন হয় ইংরেজিতেই। মাতৃভাষায় কথা বলার জন্য লজ্জার কিছু নেই। নির্দ্বিধায় বাংলা বলতে পারেন আদালতে। এজলাসে বসে এ কথা বললেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মনে করালেন ‘ভাষা শহীদ দিবসে’র কথা।

এদিন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন, “আমি লক্ষ্য করেছি এখানে অনেকে এসে বাংলায় কথা বলেছেন বলে জিভ কাটছেন। মাতৃ ভাষায় কথা বলার জন্য যেখানে জিভ কাটতে হয় , সেখানে ২১ ফেব্রুয়ারির কোনও মানে হয় না। আমাকে এখনও পর্যন্ত কোনও আবেদনকারী এসে যদিও বলেননি যে তিনি ইংরেজিতে কথা বার্তা বুঝতে পারছেন না।” প্রসঙ্গত , বৃহস্পতিবার একটি মামলা শুনতে গিয়ে বিচারপতি গঙ্গোপাধ্যায় জানিয়ে দেন, আজ সারাদিন বাংলায় কথা বলবেন তিনি।

 

আদালতে অন্য মেজাজে বিচারপতি গঙ্গোপাধ্যায়। আদালতে কখনও আবার নিজেই জানতে চান, ‘রিপ্লাই’ শব্দটাকে কি ‘জবাবি হলফনামা’ বলা যায় ? বলেন, ‘সুপ্রিম কোর্ট উত্তর চাইলে তার উত্তর দেব। আদালতকে আমাদের মানুষের কাছে নিয়ে যেতে হবে।’ বর্ষীয়ান আইনজীবী বিকাশরঞ্জন ভট্টাচার্য বলেন, ‘এটা ভাল সিদ্ধান্ত।’ তিনি বলেন, ভারতের বিভিন্ন আদালতে সেখানকার মাতৃভাষায় কথোপকথন হয়। তিনি আরও উল্লেখ করেন, সুকুমার চট্টোপাধ্যায় নামে একজন বিচারপতি ছিলেন, যিনি আদালতে বাঙাল ভাষায় কথা বলতেন।

Mahua Maitra Filed : সরকারি বাংলো ছাড়ার নোটিশ – চ্যালেঞ্জ করে দিল্লি হাই কোর্টে মামলা করলেন মহুয়া মৈত্র

Want Blue Tick : ফেসবুকে নামের পাশে Blue Tick চাই ? Blue Tick পেতে Follow করুন এই পদ্ধতি

Shuvenduke : ‘শুধু চোর নয় , এবার থেকে গাঁজাখোর বলব’ – শুভেন্দুকে বেনজির ব্যঙ্গ কুণালের

Say Bengali : বাংলা বলুন ! ভরা এজলাসে মাতৃভাষার ‘পাঠ’ বিচারপতি গঙ্গোপাধ্যায়ের , টানলেন ‘ভাষা শহীদ দিবসে’র প্রসঙ্গ

অনান্য খবর : – Higher Secondary Time : পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ আপডেট : বদলাচ্ছে ২০২৪ মাধ্যমিক ও উচ্চমাধ্যমিকের সময়সূচী

মাদ্রাসা বোর্ডের সভাপতি আবু তাহের কামরুদ্দিন জানিয়েছে, হাই মাদ্রাসার আলিম ও ফাজিল পরীক্ষাও শুরু হবে ৯ টা ৪৫ মিনিটে এবং শেষ হবে দুপুর ১ টায়। মাধ্যমিকের পাশাপাশি বদলেছে উচ্চ মাধ্যমিকের সময়সূচি। আগের সূচি অনুযায়ী, পরীক্ষা শুরু হওয়ার কথা ছিল দুপুর ১২ টায়। শেষ হওয়ার কথা ছিল দুপুর ৩টে ১৫ মিনিটে। পরিবর্তিত সূচি অনুযায়ী, প্রতিদিন সকাল ৯ টা ৪৫ মিনিটে পরীক্ষা শুরু হবে। চলবে দুপুর ১টা পর্যন্ত।উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদের থেকে বিজ্ঞপ্তি প্রকাশ করে নতুন সময়সূচির Continue Reading