Bangla24x7 Desk : ডেটা রুমের নিয়ন্ত্রণ ফিরে পেল স্কুল সার্ভিস কমিশন। ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ প্রত্যাহার করার নির্দেশ দিলেন কলকাতা হাই কোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। শুক্রবার শেষ হওয়ার আগেই হস্তান্তর প্রক্রিয়া শেষ করার কথা বলেছেন তিনি।
গত ১৮ মে নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাই কোর্টে নির্দেশে সার্ভার ও ডেটা রুমের নিয়ন্ত্রণ নিজেদের হাতে তুলে নেয় সিবিআই। তারপর থেকেই সার্ভার ও ডেটা রুমের নিরাপত্তার দায়িত্ব নেয় সিআরপিএফ। তবে সার্ভার ও ডেটা রুম স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণাধীন না থাকায় থমকে যায় শিক্ষক-শিক্ষিকা নিয়োগ।
সব দিক বিবেচনা করে তাই শুক্রবার সিবিআইয়ের হাত থেকে ডেটা রুম স্কুল সার্ভিস কমিশনকে হস্তান্তরের নির্দেশ দিল কলকাতা হাই কোর্ট। ডেটা রুমের বাইরে থেকে সিআরপিএফ প্রত্যাহার করার কথা বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। স্বাভাবিকভাবেই এদিন থেকে স্কুল সার্ভিস কমিশনের নিয়ন্ত্রণে থাকবে ডেটা রুম। সমস্ত নিয়ম মেনে এসএসসির চেয়ারম্যানকে ডেটা রুম এসএসসির হাতে তুলে দেবে সিবিআই।