Bangla24x7 Desk : Question Paper Viral : সোশ্যাল মিডিয়ায় ঘুরছে মাধ্যমিকের ইংরাজির প্রশ্নপত্র , বাতিল ১১ পরীক্ষার্থীর পরীক্ষা। গতকালের প্রশ্ন ‘ফাঁস’ হওয়ার পর দুজনের পরীক্ষা বাতিল করে পর্ষদ। মূলত, কিউ আর কোড দেখে অভিযুক্তদের চিহ্নিত করা হয়েছিল। কিন্তু এ দিন দেখা গেল, সেই কিউ আর কোডগুলি লাল কালি দিয়ে ঢেকে দেওয়া হয়েছে। ১১ টা থেকে থেকে সাড়ে এগারোটা মধ্যে প্রশ্ন বেরিয়ে যাওয়ার কথা পর্ষদ জানতে পারে। যা নিয়ে কার্যত ক্ষুব্ধ পর্ষদ। এগারো জন পরীক্ষার্থীর পরীক্ষা বাতিল করল বোর্ড।
এরা সকলেই মালদহের। রামানুজ গঙ্গোপাধ্যায় আরও বলেছেন, কারোর পরীক্ষা বাতিল করে কোনও আনন্দ নেই। বোর্ড চায় না এই পড়ুয়াদের ভবিষ্যৎ নষ্ট হোক। কিন্তু এটা চক্রান্ত। অভিযুক্ত পরীক্ষার্থীদের আধ ঘণ্টার মধ্যে এদের লোকেট করা গিয়েছে বলে জানান পর্ষদ সভাপতি। তিনি প্রশ্ন করছেন, “প্রশ্নপত্রে লাল কালি লাগানো হল কেন ? আমাকে চ্যালেঞ্জ করা হচ্ছে ? আমি ধরতে পারব কি না!”
শুক্রবার থেকে শুরু হয়েছে মাধ্যমিক পরীক্ষা। এবছর প্রশ্ন ফাঁস রুখতে কিউআর কোড বসানো হয়েছিল। কিন্তু তা সত্ত্বেও প্রথম দিনই বাংলার প্রশ্নপত্র ফাঁস হয় মালদহের একটি স্কুল থেকে। যে দুই ছাত্র এই ঘটনায় জড়িত, তাদের গ্রেপ্তার করে পরীক্ষা বাতিল করা হয়েছিল পর্ষদের তরফে। দ্বিতীয় দিনও অর্থাৎ ইংরাজি পরীক্ষার দিনও একই ঘটনা। প্রশ্ন সোশাল মিডিয়ায় ভাইরাল।
Question Paper Viral : সোশ্যাল মিডিয়ায় ভাইরাল মাধ্যমিকের ইংরাজির প্রশ্নপত্র , বাতিল ১১ পরীক্ষার্থীর পরীক্ষা
অনান্য খবর : – Mamatas Big Announcement : ২১ ফেব্রুয়ারি ২১ লক্ষ বঞ্চিত’র অ্যাকাউন্টে টাকা , বড়সড় ঘোষণা মমতার
এদিন মুখ্যমন্ত্রী বলেন, তিন বছর ধরে ১০০ দিনের শ্রমিক দের টাকা দেয় নি কেন্দ্র। সেই হকের টাকা দেবে বাংলার সরকার, জানিয়ে দেন মমতা। মুখ্যমন্ত্রী জানান , এটা মানুষের টাকা , মাটির টাকা। রাজনৈতিক মহলের মতে , ২০২৪-এর লোকসভা ভোটের আগে নিঃসন্দেহে এদিনের ঘোষণা মমতা বন্দ্যোপাধ্যায়ের মাস্টারস্ট্রোক। ১০০ দিনের কাজের টাকার বঞ্চনার অভিযোগ কে সামনে রেখে টানা লড়াই করছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিনের ঘোষণা সেই লড়াইয়ের পালে যে হাওয়া দিল , তেমন টাই মনে করছে রাজনৈতিক মহল।
বকেয়া নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার প্রতিবাদে শুক্রবার থেকে রেড রোডে ৪৮ ঘণ্টা ধরনায় বসেছেন মমতা বন্দ্যোপাধ্য়ায়। শনিবার তাঁর ধরনা মঞ্চে দেখা গেল দিল্লির প্রাক্তন আপ নেতা যোগেন্দ্র যাদব কে। আপ ছেড়ে তিনি নিজের রাজনৈতিক দল খুলেছেন। মমতার বি জে পি বিরোধী লড়াইয়ে এদিন শামিল হলেন যোগেন্দ্র যাদব। এদিন তাঁকে মঞ্চে স্বাগত জানান মমতা Continue Reading