Bangla24x7 Desk : সময়ের সাথে সাথে দুজনেই এগিয়ে গিয়েছেন নিজেদের জীবনে। শ্রাবন্তীর জীবনে এসেছে তাঁর  নতুন প্রেমিক। তথা ব্যবসায়ী অভিরূপ নাগ চৌধুরী। তাদের প্রেমের খবর এখন ওপেন সিক্রেট। কিন্তু এখনও  পর্যন্ত একে অপরের সাথে সম্পর্কে থাকার কথা স্বীকার করেননি কেউই। তবে মাঝে মধ্যে তাদের দুজনকে একসাথে হ্যাংআউট হোক কিংবা দেশ বিদেশের ছুটি কাটাতে দেখা যায়।

কিন্তু এবার জানা যাচ্ছে বয়সে ছোট এই নতুন প্রেমিকের সাথেও সম্পর্ক এখন তলানিতে ঠেকেছে শ্রাবন্তীর। তবে কোনরকম তিক্ততা ছাড়াই পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়েই একে অপরের থেকে আলাদা হওয়ার সিদ্ধান্ত নিয়েছেন তারা। এ প্রসঙ্গে শ্রাবন্তীর কাছে জানতে চাওয়া হলে সংবাদমাধ্যমে অভিনেত্রী একবাক্যে জানিয়েছেন ‘আমরা একই  আবাসনে থাকি। এখনো ভালো বন্ধু। কোন বিচ্ছেদ হয়নি,অভিরূপের  কোম্পানির ব্র্যান্ড অ্যাম্বাসেডর আমি’।

বাংলা সিনেমা জগতের চর্চিত অভিনেত্রীদের মধ্যে অন্যতম হলেন শ্রাবন্তী চ্যাটার্জী।  তার ব্যক্তিগত জীবন হামেশাই উঠে আসে পেজ থ্রীর পাতায়। ইন্ডাট্রিতে তিনি এমন একজন অভিনেত্রী যার অভিনয়ের তুলনায় অনেক বেশি করছে হয় ব্যক্তিগত জীবন নিয়ে। তিনি কার সাথে সম্পর্ক রয়েছেন কিংবা কার সাথে প্রেম করছেন তা নিয়ে কৌতূহলের অন্ত নেই মানুষের।

একে অপরকে উদ্দেশ্য করে সোশ্যাল মিডিয়ার স্ট্যাটাস দেওয়া থেকে শুরু করে একে অপরকে নানা রকম ভাবে দোষারোপ করতে দেখা গিয়েছিল তাদের। প্রসঙ্গত রোশান ছিলেন শ্রাবন্তির তৃতীয় স্বামী। কিন্তু তিনবার বিয়ের পরেও টেকেনি সেই বিয়ে। বছর ঘোরার আগেই বিয়ের কয়েক মাসের মধ্যেই বিচ্ছেদ হয়ে যায় তাদের।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *