Kunals Tweet : শাহজাহান গ্রেপ্তার ! 'সেনাপতি' অভিষেককে কেন ক্রেডিট দিচ্ছে শাসক তৃণমূল ? টুইট কুণালের

Bangla24x7 Desk : Kunals Tweet : শেষ ৫৫ দিনের নাটক , গ্রেপ্তার সন্দেশখালির ত্রাস শেখ শাহজাহান , খবর পুলিশ সূত্রে। জানা গিয়েছে, তদন্তের স্বার্থে শাহজাহানকে নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন করবে পুলিশ। ‘সেনাপতি’ অভিষেককে ক্রেডিট দিচ্ছে শাসক তৃণমূল। বৃহস্পতিবার সকালে নিজের এক্স (সাবেক টুইটার) হ্যান্ডলে রাজ্য সম্পাদক কুণাল ঘোষ লেখেন, “আদালতের বাধা ছিল, পুলিশ কাজ করতে পারেনি।” তিনি লেখেন “অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সৌজন্যে আদালত বাধা সরিয়েছে। পুলিশ যা করার করেছে।”

কুণাল বলেন, “আমাদের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় দৃষ্টি আকর্ষণ করে বলেছিলেন, মহামান্য হাই কোর্টের রায়ের একটি অংশের জন্যই পুলিশের হাত-পা বাঁধা হয়ে গিয়েছে। পুলিশ এ সংক্রান্ত (শাহজাহান সংক্রান্ত) মামলায় কোনও পদক্ষেপ করতে পারছে না।” তার পরই কুণালের সংযোজন, “অভিষেক বিষয়টি প্রকাশ্যে আনার পর আদালত সেই বিধিনিষেধ প্রত্যাহার করে এবং পুলিশকে কাজ করার ছাড়পত্র দেয়।’’

অভিষেক জানিয়েছিলেন , “কোর্টই পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে। না হলে রাজ্য সরকারের পুলিশই শাহজাহানকে গ্রেফতার করতে পারে। ডায়মন্ড হারবারের তৃণমূল সাংসদ বলেন, “শেখ শাহজাহানের বিরুদ্ধে মামলা করেছে রাজ্য সরকার। ইডি তাঁকে ধরতে পারেনি। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা গিয়ে রাজ্য পুলিশের ওই এফআইআরের বিরুদ্ধে স্থগিতাদেশ পেয়েছে। ফলে পুলিশের হাত-পা বেঁধে দিয়েছে আদালতই।’’

Kunals Tweet : শাহজাহান গ্রেপ্তার ! ‘সেনাপতি’ অভিষেককে কেন ক্রেডিট দিচ্ছে শাসক তৃণমূল ? টুইট কুণালের

Scientific : বেড়াল রাস্তা কাটলে দাঁড়িয়ে যায় গাড়ি -পথচারী ! কুসংস্কার নাকি বৈজ্ঞানিক কারণ ? কি বলছে জ্যোতিষ শাস্ত্র

The Ram Temple : অয্যোধ্যার পর সংসদেও রাম মন্দির ! মোদী সরকারের মাস্টারস্ট্রোকে হাঁসফাঁস অবস্থা বিরোধীদের

Khalistani : অগ্নিমিত্রার ‘খালিস্তানি’ তকমার অভিযোগ – শিখ জাতিকে শ্রদ্ধা করি’ – ‘ড্যামেজ কন্ট্রোলে’ নামলেন শুভেন্দু

Delhi Police : কৃষকরা আক্রমণাত্মক হলে পাল্টা পদক্ষেপের হুঁশিয়ারি দিল্লি পুলিশের

অনান্য খবর : – 6 Million : ৬০ লক্ষ পোস্টার , ৫০০’র অধিক সভা – ব্রিগেডের ‘জনগর্জনের’ আগে ‘হাইভোল্টেজ’ কর্মসূচী তৃণমূলের

দলীয় সূত্রে খবর , রাজ্য জুড়ে ৫০০ টির বেশি প্রচার সভা করবে তারা। এই সভা গুলি থেকে কেন্দ্রের বঞ্চনা নিয়ে কামান দাগবেন ৭০ জন বক্তা। সূত্রের খবর, এই বক্তাদের তালিকা চূড়ান্ত করেছেন তৃণমূলের সেকেন্ড-ইন-কমান্ড অভিষেক বন্দ্যোপাধ্যায়। সাংসদ , কাউন্সিলর , দলের মুখপাত্র সহ একাধিক মুখ রয়েছে প্রচার সভার বক্তার তালিকায়। রাজ্যের বাইরে ও ভিন রাজ্যে যেখানে তৃণমূলের সংগঠন রয়েছে সেখানেও প্রচার সভা, কর্মিসভা, পদ যাত্রা হবে। অভিষেক জানান, সিনেমা টা ভোটে মানুষই Continue Reading