Bangla24x7 Desk : Shah Rukh Khan Passport : ভারতীয়দের পাসপোর্ট নীল! শাহরুখের পাসপোর্ট কেন মেরুন রঙের ?এক দেশ থেকে আরেক দেশে যেতে হলে অর্থাৎ আন্তর্জাতিক সফর করতে হলে পাসপোর্ট থাকা বাধ্যতামূলক। খুব স্বাভাবিকভাবেই ভারতের জনগণের ক্ষেত্রেও একই নিয়ম। ভারতবর্ষের পাসপোর্ট সাধারণত নীল রঙের হয়। তবে নীল এবং মেরুন ছাড়াও আরো একটি রঙের পাসপোর্ট ব্যবহার করতে পারেন ভারতীয়রা সেটি হল সাদা রঙের। তবে মেরুন বা সাধারণের পাসপোর্ট যে কেউ চাইলে ব্যবহার করতে পারেন না। ভারতবর্ষের জনগণের নীল রঙের পাসপোর্ট থাকলেও বলিউড বাদশা শাহরুখ খানের পাসপোর্ট মেরুন রঙের। আপনি জানেন শাহরুখ খানের পাসপোর্ট এর রং মেরুন কেন ?
সাধারণত মেরুন পাসপোর্ট থাকে কূটনীতিক বা ঊর্ধ্বতন ও কার্যকর্তার কাছে। যারা ঘন ঘন সরকারি কাজে বিদেশ সফরে যান তাদের ক্ষেত্রে সাদা রংয়ের পাসপোর্ট থাকে। তবে শাহরুখ তো তেমন কেউ নন , তাহলে তার কাছে সাদা পাসপোর্ট কেন ? আসলে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য এই পাসপোর্ট নিয়ে সরকার তাকে সম্মান জানিয়েছে। এই পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এর প্রয়োজন হয় না। তবে শাহরুখ খান মেরুন পাসপোর্ট ব্যবহার করেন কিনা তার নিশ্চয়তা পাওয়া যায় না। তবে শাহরুখের কাছে সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন ভিসা রয়েছে , সেটি ব্যবহার করে তিনি সেই দেশে থাকা বা যাতায়াতের বিশেষ সুবিধা পেয়ে থাকেন।
Shah Rukh Khan Passport : ভারতীয়দের পাসপোর্ট নীল! শাহরুখের পাসপোর্ট কেন মেরুন রঙের ?
Read More : Yellow Milk For Health : দুধ তো খান! হলুদ দুধ খেয়েছেন কখনও ? কতটা কার্যকরী হলুদ দুধ ?
ভারতবর্ষের জনগণের নীল রঙের পাসপোর্ট থাকলেও বলিউড বাদশা শাহরুখ খানের পাসপোর্ট মেরুন রঙের। আপনি জানেন শাহরুখ খানের পাসপোর্ট এর রং মেরুন কেন ? আসলে ভারতীয় সিনেমায় অসামান্য অবদানের জন্য এই পাসপোর্ট নিয়ে সরকার তাকে সম্মান জানিয়েছে। এই পাসপোর্ট থাকলে আন্তর্জাতিক সফরের জন্য ইমিগ্রেশন ক্লিয়ারেন্স এর প্রয়োজন হয় না। তবে শাহরুখ খান মেরুন পাসপোর্ট ব্যবহার করেন কিনা তার নিশ্চয়তা পাওয়া যায় না। তবে শাহরুখের কাছে সংযুক্ত আরব আমিরশাহীর গোল্ডেন ভিসা রয়েছে , সেটি ব্যবহার করে তিনি সেই দেশে থাকা বা যাতায়াতের বিশেষ সুবিধা পেয়ে থাকেন। ভারতবর্ষের পাসপোর্ট সাধারণত নীল রঙের হয়। তবে নীল এবং মেরুন ছাড়াও আরো একটি রঙের পাসপোর্ট ব্যবহার করতে পারেন ভারতীয়রা সেটি হল সাদা রঙের।