Sharukh Khan : ৩১ বছর পর এবার পর্দায় আসছে বাজিগর ২ !

Bangla24x7 Desk : Sharukh Khan : ৩১ বছর পর এবার পর্দায় আসছে বাজিগর ২ ! ৩১ বছর আগে মুক্তি পেয়েছিল কাজল-শাহরুখ খান-শিল্পা শেট্টি অভিনীত সিনেমা বাজিগর। তবে এবার আর অপেক্ষা নয় , এবার পর্দায় আসছে বাজিগর ২। ১৯৯৩ সালে তখনও সেভাবে তারকা হয়ে ওঠেননি শাহরুখ খান। একের পর এক ছবিতে ইমেজ ভেঙে বলিউডকে মুঠোয় আনার চেষ্টা। তবে এবার আর অপেক্ষা নয় , এবার বড়পর্দায় আসছে ‘বাজিগর’ সিনেমার আসছে সিকুয়েল।

তবে বাজিগর ২ নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছেন প্রযোজক রতন জৈন। পরিচালক আব্বাস-মাস্তান জুটিও তৈরি। এবার শাহরুখ খান চূড়ান্ত সম্মতি দিলেই আগামী বছরেই নাকি এই ছবি শুটিং ফ্লোরে গড়াবে। তবে বলিউড বাদশা ইতিমধ্যেই খুব ব্যস্ত। ছেলে আরিয়ানের কেরিয়ারের জন্য পোশাকের কোম্পানি খুলেছেন। আবার ছেলের প্রথম ওয়েব সিরিজের জন্য টাকা ঢেলেছেন। সঙ্গে মেয়ে সুহানার প্রথম সিনেমার জন্য ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। প্রযোজক রতন জৈন ভারতীয় গণমাধ্যমকে জানিয়েছেন, “শাহরুখের সঙ্গে বাজিগর ছবির সিকুয়েল নিয়ে প্রায়ই কথা হয়। মোটামুটি আলোচনা অনেক দূর এগিয়েছে। শিগগির আনুষ্ঠানিক ঘোষণা হবে”।

৩১ বছর আগে মুক্তি পেয়েছিল কাজল-শাহরুখ খান-শিল্পা শেট্টি অভিনীত সিনেমা বাজিগর। তবে এবার আর অপেক্ষা নয় , এবার পর্দায় আসছে বাজিগর ২। ১৯৯৩ সালে তখনও সেভাবে তারকা হয়ে ওঠেননি শাহরুখ খান। একের পর এক ছবিতে ইমেজ ভেঙে বলিউডকে মুঠোয় আনার চেষ্টা। তবে এবার আর অপেক্ষা নয় , এবার বড়পর্দায় আসছে ‘বাজিগর’ সিনেমার আসছে সিকুয়েল।

Sharukh Khan : ৩১ বছর পর এবার পর্দায় আসছে বাজিগর ২ !

Read More : Jio 5G : স্মার্টফোনের ব্যাটারির ‘লাইফ’ও ৪০% পর্যন্ত বাড়াবে Jio 5G পরিষেবা!

তবে বাজিগর ২ নিয়ে ইতিমধ্যেই পরিকল্পনা সেরে ফেলেছেন প্রযোজক রতন জৈন। পরিচালক আব্বাস-মাস্তান জুটিও তৈরি। চলছে চিত্রনাট্যর কাজ। এবার শাহরুখ খান চূড়ান্ত সম্মতি দিলেই আগামী বছরেই নাকি এই ছবি শুটিং ফ্লোরে গড়াবে। তবে বলিউড বাদশা ইতিমধ্যেই খুব ব্যস্ত। ছেলে আরিয়ানের কেরিয়ারের জন্য পোশাকের কোম্পানি খুলেছেন। আবার ছেলের প্রথম ওয়েব সিরিজের জন্য টাকা ঢেলেছেন। সঙ্গে মেয়ে সুহানার প্রথম সিনেমার জন্য ২০০ কোটি টাকা খরচ করে ছবি প্রযোজনা করতে চলেছেন বলিউড বাদশা। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *