Bangla24x7 Desk : বুধবার কংগ্রেস সভাপতি নির্বাচনের ফলাফল ঘোষণা হয়েছে। বিস্ফোরক অভিযোগ আনলেন সভাপতি পদপ্রার্থী শশী থারুর। গোটা নির্বাচন প্রক্রিয়ায় প্রচুর বেনিয়মের অভিযোগ তুলে দলের নির্বাচনী আধিকারিকদের কাছে চিঠি দেওয়া হয়েছে থারুরের পক্ষ থেকে। তবে ঠিক কী ধরনের বেনিয়ম ঘটেছে সে সম্পর্কে বিস্তারিত ভাবে কিছু জানানো হয়নি থারুর শিবিরের তরফে। অন্যদিকে বেনিয়মের অভিযোগ একেবারে উড়িয়ে দিয়েছে খাড়গে শিবির। সম্পূর্ণ গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন হয়েছে বলে দাবি করেছেন মল্লিকার্জুন খাড়গের কাউন্টিং এজেন্ট গৌরব গগৈ।
সোমবার দেশজুড়ে কংগ্রেস সভাপতি নির্বাচন হয়। বুধবার ফল ঘোষণার দিন থারুরের নির্বাচনী এজেন্ট সলমন সোজ জানান, নির্বাচন ঘিরে নানা ধরনের অভিযোগ পাওয়া গিয়েছে। সেই বিষয়গুলি নিয়ে দলের নির্বাচন কমিটির কাছে অভিযোগ জানানো হয়েছে। তবে কোন রাজ্যে নিয়ম বিরুদ্ধ ভাবে ভোটগ্রহণ হয়েছে, তা নিয়ে মুখ খুলতে চাননি সলমন।
থারুর আগাগোড়াই পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছেন দলেরই কর্মী-সমর্থকদের বিরুদ্ধে। ওয়াকিবহাল মহলেরও ধারণা, গান্ধী পরিবারের সমর্থন রয়েছে খাড়গের দিকেই। এছাড়াও নানা জায়গাতেই ভোটার তালিকায় নানা গরমিলের অভিযোগ উঠেছিল ভোটের আগেই। সবমিলিয়ে, কংগ্রেসের সভাপতি নির্বাচন ঘিরে বেশ উত্তপ্ত জাতীয় রাজনীতি।