Bangla24x7 Desk : দীর্ঘ কয়েক মাসের দ্বন্দ্বের অবসান। বড় ধাক্কা খেল উদ্ধব শিবির। শিব সেনার নাম-প্রতীক দুই-ই পাচ্ছে একনাথ শিণ্ডে শিবির। নির্বাচন কমিশন শুক্রবার এই সিদ্ধান্তের কথা জানিয়ে দিয়েছে। এর আগে কমিশনকে উদ্ধব বলেছিলেন, “শিণ্ডে নিজে দলত্যাগ করেছেন, তিনি কখনওই দলকে নিজের বলে দাবি করতে পারেন না।” এরপর গত অক্টোবরে দলের প্রতীক ‘তির-ধনুক’ ‘ফ্রিজ’ করে দেয় নির্বাচন কমিশন।
জানিয়ে দেয়, আসন্ন নির্বাচনগুলিতে উদ্ধব ঠাকরে বা একনাথ শিণ্ডে, কোনও শিবিরই দলীয় প্রতীক ব্যবহার করতে পারবে না। অবশেষে কাটল জট। দলের নাম-প্রতীক দুই ব্যবহারের অনুমতি পেল শিণ্ডে শিবির। নিঃসন্দেহে এই সিদ্ধান্তে অস্বস্তিতে পড়ল উদ্ধব শিবির। গত বছরের জুনে মহারাষ্ট্রের তৎকালীন মুখ্যমন্ত্রী উদ্ধবের বিরুদ্ধে বিদ্রোহ করেন তাঁরই সহকর্মী একনাথ শিণ্ডে। পরে বিজেপির সঙ্গে হাত মিলিয়ে তিনি মুখ্যমন্ত্রী হন। নিজেদের আসল ‘শিব সেনা’ বলে দাবি করে দলীয় প্রতীক ব্যবহারের অনুমতি চান শিণ্ডে। অবশেষে সেই অনুমতি তাঁকে দিল কমিশন।