Bangla24x7 Desk : রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী সিদ্ধার্থশঙ্কর রায়ের ১০২তম জন্মদিন। সেই উপলক্ষে বৃহস্পতিবার বিধানসভায় সিদ্ধার্থশঙ্করের ছবিতে মাল্যদান করলেন স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়-সহ তৃণমূলের একাধিক বিধায়ক। তবে সেখানে হাজির ছিলেন না বিজেপির বিধায়কেরা। যা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন বিমান। একই সঙ্গে বিধানসভায় বাম এবং কংগ্রেসের কোনও প্রতিনিধি না থাকার বিষয়ে তিনি আক্ষেপ প্রকাশ করেছেন। বিজেপি যদিও জানিয়েছে, তাদের দলের বিধায়কেরা আলাদা ভাবে মাল্যদান করেছেন প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছবিতে।
বৃহস্পতিবার সকালে বিধানসভায় সিদ্ধার্থশঙ্করের ছবিতে মালা দিয়ে শ্রদ্ধাজ্ঞাপন করেন বিমান-সহ তৃণমূলের একাধিক বিধায়ক। পরে বিমান বলেন, ‘‘সিদ্ধার্থশঙ্করের জন্মদিনে কোনও বিরোধী দলই আগে এমনটা করেনি।’’ এর পরেই তাঁর মন্তব্য, ‘‘বাম ও কংগ্রেসের প্রতিনিধি নেই, আমার খারাপ লাগছে। মানুষ তাদের উপর ভরসা রাখতে পারেনি। তাদের প্রতিনিধিত্ব থাকলে ভাল হত। গত বছর বিধানসভা ভোট হয়েছিল সম্পূর্ণ সুস্থ ও শান্তিপূর্ণ পরিস্থিতিতে। তা সত্ত্বেও বাম ও কংগ্রেসের কোনও প্রতিনিধি আসেননি বিধানসভায়।’’
স্পিকারের সঙ্গে সিদ্ধার্থশঙ্করের ছবিতে মালা দিতে একসঙ্গে আসেননি বিজেপি বিধায়কেরা। বৃহস্পতিবার বিধানসভায় নৌশার আলী কক্ষে বিজেপির বিজয়া সম্মিলনী ছিল। সেখানে ছিলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী-সহ বিজেপি বিধায়করা। এ প্রসঙ্গে নাম না করে বাম-কংগ্রেসের প্রশংসা করেছেন স্পিকার। তিনি বলেন, ‘‘আগেও যারা বিরোধী ছিল, তাদের সঙ্গে বিধানসভার অন্দরে আমাদের সঙ্গে অনেক মতপার্থক্য হয়েছে। তারা আমার অনেক সিদ্ধান্ত মানতে পেরেছে, আবার অনেক সিদ্ধান্ত মানতে পারেনি। তা বলে কাউকে শ্রদ্ধা ও সম্মান জানানোর অনুষ্ঠানে এ ভাবে অসহযোগিতা করেনি তারা।’’ বিমান আরও বলেন, ‘‘পরিষদীয় গণতন্ত্রে এটা চলে না।’’