Bangla24X7 Desk : অনুব্রত থাকাকালীন বীরভূমের ভোট নিয়ে বিশেষ ভাবতে হয়নি শাসকদল তৃণমূলকে। বরাবরই নিজের মতো করে নির্বাচন সামলেছেন তিনি। আবার কাজের জন্য খোদ তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় অনুব্রতর প্রশংসাও করেছেন। সামনেই পঞ্চায়েত নির্বাচন। কিন্তু বীরভূমে নেই অনুব্রত, তিনি দিল্লিতে ইডি হেফাজতে। ফলে কীভাবে হবে ভোট? তা নিয়ে চিন্তায় বীরভূমের তৃণমূল নেতৃত্ব। এ নিয়ে ফের মুখ খুললেন কামারহাটির বিধায়ক।

মদন মিত্র এদিন বুঝিয়ে দিয়েছেন, দল ক্ষমতা দিলে অনুব্রতর মতো করেই ভোট করাতে প্রস্তুত তিনি। বলেন, “পার্টি আমাকে দায়িত্ব দিলে আমি কলকাতা থেকে গুড়-বাতাস নিয়ে যাব। বিরোধীদের পাখার হাওয়াও দিয়ে দেব। অনেকদিন হাওয়া খায়নি বিরোধী দল। অনুব্রতর চষা মাঠ, অনুব্রতরই থাকবে।” প্রসঙ্গত, এই প্রথম নয়, এর আগেও অনুব্রতর মতো করে বীরভূমে ভোট করানোর কথা বলেছিলেন মদন।

কামারহাটির বিধায়ক বীরভূমের ভোট প্রসঙ্গে মদন মিত্র বলেন, “লোকে ধরে নিচ্ছে অনুব্রত নেই মানে এবারের পঞ্চায়েতে তৃণমূলের পরাজয় ঘটবে। বীরভূম ধরে রাখতে পারবে না তৃণমূল। কিন্তু মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ংকর।” অনুব্রতর মতো করে চড়াম, চড়াম ঢোল বাজানোর কথা বললেন মদন। তিনি বলেন, “আমি অফিসিয়ালি বীরভূম যেতে পারব না। কারণ আমি বাইরের লোক। কিন্তু বীরভূমের সীমানার বাইরে বসে চড়াম চড়াম ঢোল বাজাব।”কামারহাটির বিধায়ক বীরভূমের ভোট প্রসঙ্গে মদন মিত্র বলেন, “লোকে ধরে নিচ্ছে অনুব্রত নেই মানে এবারের পঞ্চায়েতে তৃণমূলের পরাজয় ঘটবে। বীরভূম ধরে রাখতে পারবে না তৃণমূল। কিন্তু মনে রাখবেন জ্যান্ত বাঘের থেকে আহত বাঘ আরও ভয়ংকর।” অনুব্রতর মতো করে চড়াম, চড়াম ঢোল বাজানোর কথা বললেন মদন। তিনি বলেন, “আমি অফিসিয়ালি বীরভূম যেতে পারব না। কারণ আমি বাইরের লোক। কিন্তু বীরভূমের সীমানার বাইরে বসে চড়াম চড়াম ঢোল বাজাব।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *