Bangla24x7 Desk : ভারত ‘বন্ধু’ রাশিয়ার থেকে ৬টি দূরপাল্লার বোমারু বিমান টিইউ-১৬০ আনার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কতটা শক্তিশালী এই বিমান? ‘হোয়াইট সোয়ান’ তথা ‘শ্বেতহংস’ নামেই প্রসিদ্ধ রুশ বায়ুসেনার এই বিমান। ন্যাটো এই বিমানগুলির সাংকেতিক নাম দিয়েছে ‘ব্ল্যাকজ্যাক’। ১২ হাজার কিলোমিটার পর্যন্ত দূরত্বেও নিঁখুত লক্ষ্যভেদের ক্ষমতা রাখে এই বিমানগুলি। সব মিলিয়ে ৪০ টন ওজন বইতেও সক্ষম এগুলি। এই মুহূর্তে ভারতের ভাণ্ডারে এই ধরনের দূরপাল্লার বোমারু বিমান নেই। অন্যদিকে চিনের হাতে রয়েছে Xian HS-6K-র মতো বোমারু বিমান। কাজেই এই বিমানগুলি ভারতের হাতে এলে দেশের সামরিক শক্তিতে যে নতুন মাত্রা যোগ হবে তাতে নিশ্চিত ওয়াকিবহাল মহল।

ভারত যে সামরিক ভাণ্ডার আরও মজবুত করতে চাইবে সেটাই স্বাভাবিক। ভবিষ্যতে চিনের যে কোনও আগ্রাসী পরিকল্পনা ভেস্তে দিতে ভারত পারমাণবিক অস্ত্রের ক্ষমতা বাড়ানোর কথাও মাথায় রেখেছে। রুশ এই বিমান পারমাণবিক অস্ত্রও বহনে সক্ষম। এই বিমানকে হাতে রাখার পিছনে এটাও একটা কারণ হতে পারে বলে মনে করা হচ্ছে। দেশের নিরাপত্তা বাড়াতে এবং সেনার আধুনিকীকরণে জোর দিয়ে অত্যাধুনিক রুশ বোমারু বিমান আনছে ভারত।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *