Bangla24x7 Desk : Ram Came : শুক্রবার বিকেলে সেই কাপড়ের আবরণ সরে প্রকাশ্যে এল রামলালার মুখ। প্রকাশ্যে এল শিশু রামের মুখের অবয়ব। আগামী সোমবার অযোধ্যার রামমন্দিরে যে নিকষ কালো পাথরের বিগ্রহে ‘প্রাণপ্রতিষ্ঠা’ করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। মহীশূরের শিল্পী অরুণ যোগীরাজের নির্মিত রামলালার বিগ্রহের প্রথম ছবি প্রকাশ্যে আসতেই ইন্টারনেটে ভাইরাল হয়েছে।
কালো পাথরের মূর্তির হাতে সোনালি রঙের তির-ধনুক। নিখুঁত মসৃণ গড়ন মুখের। মাথায় চুড়ো করে বাঁধা চুল। মুখে স্মিত হাসি। কপালে সাদা-লাল তিলক। পাঁচ বছরের শিশুর আদলে গড়া হয়েছে অযোধ্যায় রামলালার বিগ্রহ। আগের মূর্তিটির থেকে আকারে অনেকটাই বড় এই শিশু রাম। অযোধ্যার রামমন্দিরে এই মূর্তিটির পাশাপাশি অবশ্য পুরনো মূর্তিটিও রাখা থাকবে। ‘প্রাণপ্রতিষ্ঠা’র পর দু’টি মূর্তিই পুজো করতে পারবেন ভক্তেরা।
শুক্রবার রামমন্দিরে ধান্য দিবসের উদ্যাপন রয়েছে। তার আগে উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ অযোধ্যায় পৌঁছে সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সরেজমিনে দেখে আসেন। উত্তর প্রদেশ পুলিশের কমান্ডোরা মোতায়েন আছেন গর্ভগৃহের দরজায়। ২২ জানুয়ারির অনুষ্ঠানের পরিকাঠামো, চিকিৎসা পরিষেবা ও ওষুধের ব্যবস্থা-সহ সমস্ত রকম বন্দোবস্ত সম্পন্ন হয়েছে। আবার রাম মন্দিরের উদ্বোধন উপলক্ষ্যে কেন্দ্রীয় সরকারের সমস্ত অফিস, শিক্ষা প্রতিষ্ঠানে হাফ ডে ছুটি ঘোষণা করা হয়েছে।তারপর রাম মন্দির কর্তৃপক্ষের তরফে প্রকাশ করা হয় মূর্তির ছবি। বৃহস্পতিবার দুপুর ১টা ২৮ মিনিটে, ‘শুভ মুহূর্তে’ সেটিকে গর্ভগৃহের মূল বেদিতে প্রতিষ্ঠিত করা হয়।
Ram Came : মুখে স্মিত হাসি , কপালে সাদা-লাল তিলক – রামলালার পূর্ণ অবয়ব প্রকাশ শ্রী রাম জন্মভূমি ট্রাস্টের
অনান্য খবর : – January 22 : ২২ জানুয়ারি রাজ্যে সরকারি ছুটি ? সুকান্তর চিঠি পৌঁছল মমতার দরবারে , মঞ্জুর করবেন মুখ্যমন্ত্রী ?
এই উপলক্ষে উত্তর প্রদেশ তো বটেই, একাধিক রাজ্যে স্কুল ছুটি। কোথাও কোথাও বন্ধ থাকবে বিভিন্ন অফিসও। উল্লেখ্য, বৃহস্পতিবারই কেন্দ্রের তরফে বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে, ২২ জানুয়ারি অর্ধদিবস ছুটি পাবেন কেন্দ্রীয় সরকারি কর্মীরা। ঐ দিন সমস্ত কেন্দ্রীয় সরকারি অফিস, সুপ্রিম কোর্ট, বিভিন্ন হাই কোর্ট, বিভিন্ন মন্ত্রকে অর্ধদিবস ছুটি থাকবে। এর আগে উত্তরপ্রদেশ ওই দিন পূর্ণদিবস Continue Reading