Bangla24x7 Desk : পানীয় জলের তীব্র সংকটে ভুগছে চন্দ্রকোণা পুরসভার ৭ নম্বর ওয়ার্ড। এলাকাবাসীদের অভিযোগ, পুরসভায় পর্যাপ্ত পরিমাণে নেই পানীয় জলের ট্যাংক। ক্ষোভে ফুসছে ওয়ার্ডবাসী। এমনই জলের হাহাকারের ঘটনা ঘটছে চন্দ্রকোণা পুরসভার ৭ নং ওয়ার্ডের নতুনহাট এলাকায়।

জানা গিয়েছে, দীর্ঘ প্রায় ৬ থেকে ৭ মাস ধরে পর্যাপ্ত পরিমাণে পানীয় জল পাচ্ছেন না ওয়ার্ডের বাসিন্দারা। বারবার পুর প্রশাসনকে জানিয়ে কোনও সূরাহা হয়নি বলে অভিযোগ ওয়ার্ডের বাসিন্দাদের। এমনকি তাদের অভিযোগ, বাড়ি বাড়ি সরকারিভাবে পুরসভার তরফ থেকে ট্যাপ লাগানো হলেও সেই ট্যাপ দিয়ে পড়ছে না পানীয় জল। বর্তমানে অন্য জায়গা থেকে নিতে হচ্ছে পানীয় জল। ওই ওয়ার্ডের বাসিন্দারা জানান, চন্দ্রকোণা পুরসভার যে জলের ট্যাংক রয়েছে সেগুলির কোনোটাতে জং ধরেছে, আবার কোনোটা লিক হয়ে পড়ে রয়েছে। সেগুলো সারানোর উদ্যোগ নেয়নি পুর প্রশাসন।

চন্দ্রকোণা পুরসভার জল সরবরাহ কেন্দ্রে গিয়ে দেখা গেল এক চাঞ্চল্যকর ছবি। সারি সারি ভাবে দাঁড়িয়ে রয়েছে পানীয় জলের ট্যাংক। কিন্তু কোনোটাতে নেই চাকা, কোনোটা জং ধরেছে। আবার কোনোটা লতা পাতায় ঢাকা। কিন্তু জলের ট্যাংকে জ্বলজ্বল করে ফুটে উঠছে চন্দ্রকোণা পুরসভার নাম। এদিকে পুরো ঘটনা স্বীকার করে নিয়েছেন চন্দ্রকোণা পুরসভার জল বিভাগের দায়িত্বে থাকা গোবিন্দ দাস। তিনি জানান, “আলাদা করে ওই এলাকায় পাম্প হাউস করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পুরসভায় ছোট এবং মাঝারি যেসব জলের ট্যাংক রয়েছে তাতে করে কাজ চলে যাচ্ছে।” এখানেই প্রশ্ন উঠছে , তাহলে কেন পর্যাপ্ত পরিমাণে জল পাচ্ছেন না ওয়ার্ডের বাসিন্দারা ?

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *