Bangla24x7 Desk : ছেলের হাতে প্রাণ গেল বাবার। ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। ইতিমধ্যেই অভিযুক্ত যুবককে আটক করেছে পুলিশ। ইতিমধ্যেই মৃতদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ। পুলিশ সূত্রে জানা গিয়েছে নিহত ব্যক্তির দুলাল গায়েন (৬০)। অন্যদিকে নিহতের ছেলে দীপঙ্কর গায়েনকে আটক করেছে পুলিশ।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, কিছুটা হলেও মানসিকভাবে বিপর্যস্ত ছিল সে। বেশ কিছুদিন ধরেই জমি জায়গা নিয়ে পরিবারে অশান্তি চলছিল বলে খবর। সম্প্রতি দীপঙ্করের সঙ্গে তার বাবা দুলাল বাবুর বেশ কয়েকবার এবিষয় নিয়ে বচসাও হয়। প্রতিবেশীরা সে ঝামেলা কয়েকবার মিটিয়েও দেন। সোমবার সকালে বাবা দুলাল দাসের সঙ্গে ছেলে দীপঙ্করের তুমুল অশান্তি শুরু হয়। অভিযোগ, সেই সময় ঘরের ভিতর থেকে একটি শাবল নিয়ে এসে বাবার মাথা ও গলায় আঘাত করেন তিনি। রক্তাক্ত অবস্থায় মাটিতেই লুটিয়ে পড়েন দুলাল গায়েন।
পরে স্থানীয় বাসিন্দারা দুলাল গায়েনকে উদ্ধার করে রায়দিঘি গ্রামীণ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করে। মৃতদেহ ময়নাতদন্তে পাঠানো হয়েছে। খুনের মামলা রুজু করে শুরু হয়েছে তদন্ত। ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়িয়ে পড়ে রায়দিঘির উত্তর কুমারপাড়া এলাকায়।