Bangla24x7 Desk : বিজেপি নেত্রী সোনালি ফোগাটের রহস্যমৃত্যুতে পুলিশের জালে আরও ২। চাঞ্চল্যকর ভিডিও প্রকাশ্যে আসতেই শনিবার গোয়ার রেস্তরাঁর মালিক এবং ড্রাগ মাফিয়াকে গ্রেপ্তার করল পুলিশ। সবমিলিয়ে হরিয়াণার বিজেপি নেত্রীর মৃত্যুর ঘটনায় ধৃতের সংখ্য়া বেড়ে দাঁড়াল ৪। জানা যাচ্ছে, সোমবার গোয়ার অঞ্জুনা বিচের ‘Curlie’s Restaurant’ নামের একটি বিখ্যাত রেস্তরাঁয় গিয়েছিলেন সোনালি। রেস্তরাঁর সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা যাচ্ছে যে সোনালিকে জোর করে ‘সন্দেহজনক’ পানীয় খাওয়াচ্ছিলেন সুধীর সাঙ্গওয়ান। পুলিশ সূত্রে খবর, মাদক নেওয়ার কথা স্বীকার করেছেন সোনালির সহকর্মীরা। রেস্তরাঁর মালিক এবং মাদক কারবারিকে গ্রেপ্তার করল পুলিশ।
ধৃতদের মধ্যে রয়েছে কার্লিস রেস্তরাঁর মালিক এডউইন নানস। মৃত্যুর আগে ধৃতের মালিকাধীন হোটেলে সোনালিকে পার্টি করতে দেখা গিয়েছিল। আগেই সোনালির দুই সহকর্মী সুধীর সাঙ্গওয়ান এবং সুখবিন্দর সিং গ্রেপ্তার হয়েছে। সূত্রের খবর, তাঁরা মাদক দত্তপ্রসাদ গাঁওকারের কাছ থেরে মাদক নেওয়ার কথা স্বীকার করে নিয়েছে। সেই তথ্যের ভিত্তিতে মাদক মাফিয়াকে গ্রেপ্তার করল পুলিশ। ইতিমধ্যে এই মৃত্যুরহস্যে ২৫ জনকে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। তাদের মধ্যে অনেকেই রেস্তরাঁর কর্মী। আবার সোনালি যে রিসর্টে ছিলেন সেখানকার কর্মীদেরও জেরা করছে পুলিশ।