Bangla24x7 Desk : এবার ব্যক্তিগত জীবনেও বড় ধাক্কা খেলেন সোনিয়া গান্ধী। মা’কে হারালেন কংগ্রেসের অন্তর্বর্তীকালীন সভানেত্রী। জানা গিয়েছে , গত ২৭ আগস্ট ইটালিতে মৃত্যু হয়েছে সোনিয়ার মা পাওলা মাইনোর। কংগ্রেসের তরফ থেকে এই খবর জানিয়ে শোকজ্ঞাপন করা হয়েছে।
কংগ্রেস নেতা জয়রাম রমেশ টুইট করে জানিয়েছেন, “শ্রীমতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যু হয়েছে। গত ২৭ আগস্ট ইটালিতে তাঁর বাসভবনেই দেহাবসান হয়েছে। গতকাল তাঁর শেষকৃত্য সম্পন্ন হয়েছে।” কংগ্রেসের তরফে বলা হয়েছে, “সভাপতি সোনিয়া গান্ধীর মা পাওলা মাইনোর মৃত্যুতে কংগ্রেস পরিবার গভীর শোক প্রকাশ করছে। তাঁর আত্মার শান্তি কামনা করি। শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছে কংগ্রেস।
বেশ কিছুদিন আগেই করোনা আক্রান্ত হয়েছিলেন সোনিয়া গান্ধী। সেরে উঠলেও নানা ধরনের শারীরিক সমস্যা দেখা যায় তাঁর। দলের ক্রমাগত ভাঙনের মধ্যে আবার তাঁর শারীরিক অবস্থার অবনতি হয়। তাই চিকিৎসার জন্য তাঁকে নিয়ে বিদেশে যান রাহুল গান্ধী এবং প্রিয়ঙ্কা। জানা গিয়েছে, এখনও বিদেশেই রয়েছেন তাঁরা। তার মধ্যেই গান্ধী পরিবারে ফের আঘাত নেমে এল। মাতৃহারা হলেন সোনিয়া।