Bangla24x7 Desk : দুর্নীতি সহ একাধিক অভিযোগে জেরবার বাসবরাজ বোম্মাই সরকার। বিরোধীদের চাঞ্চল্যকর অভিযোগ, খোদ মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৪০ শতাংশ কমিশনে চাকরি বিক্রি করেছেন। এই অবস্থায় রাজ্যবাসীকে সন্তুষ্ট করতে আপার ভদ্রা প্রজেক্টে ৫ হাজার ৩০০ কোটির বরাদ্দ। এই অবস্থায় কর্ণাটকের প্রতি দরাজ হস্ত কেন্দ্র। বুধবারের বাজেটে কর্ণাটকের জন্য ৫ হাজার ৩০০ কোটি টাকার বিশেষ প্যাকেজ ঘোষণা করেছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। যদিও বাংলায় বরাদ্দ কার্যত শূন্য।
আপার ভদ্রা প্রজেক্টের জন্য বরাদ্দ ঘোষণা করেছে কেন্দ্র। যা কর্ণাটকের খরাপ্রবণ এলাকায় জলের অভাব পূরণ করবে। থাঙ্গা নদীর ১৭.৪০ হাজার কিউবিক ফিট জল পাঠান হবে ভদ্রা জল সংরক্ষণ কেন্দ্রে রিজার্ভারে। সেখান থেকে তা পৌঁছে যাবে ঘরে ঘরে এবং চাষের কাজে। উল্লেখ্য, এই প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের দাবি ছিলই। সেই দাবি পূরণ করল নির্মলার বাজেট। বরাদ্দ হল ৫ হাজার ৩০০ কোটি টাকা। প্রশ্ন উঠছে, পশ্চিমবঙ্গ-সহ একাধিক রাজ্যে একাধিক প্রকল্পে কেন্দ্রীয় বরাদ্দের দাবি রয়েছে। সেগুলিও কম গুরুত্বপূর্ণ নয়। সেখানে বরাদ্দ না করে, কেন কর্ণাটকের জন্য বিরাট অঙ্কের অর্থিক ঘোষণা অর্থমন্ত্রীর ? ভোটমুখী কর্ণাটকে বিরাট বরাদ্দ হলেও নির্মলার বাজেটে রাজ্যের জন্য তেমন কিছু নেই।