Bangla24x7 Desk : শ্রাবন্তী-রোশন বিচ্ছেদ মামলায় নয়া মোড়। এবার অভিনেত্রীর  বিরুদ্ধে বিরুদ্ধে মিথ্যে বয়ান দেওয়ার অভিযোগ আনলেন তাঁর তৃতীয় স্বামী রোশন সিং। শোনা গিয়েছে , CRPC-র ৩৪০ ধারায় শ্রাবন্তীর বিরুদ্ধে ‘পার্জারি’-র মামলা করেছেন রোশন।

শোনা যাচ্ছে, বিচ্ছেদের মামলা করে নাকি মাসিক সাত লক্ষ টাকা খোরপোশের দাবি করেছিলেন শ্রাবন্তী। নিজের আয় ও ব্যয়ের হিসেবও আদালতে দাখিল করেছিলেন। রোশনের অভিযোগ , সেই হিসেবে গলদ রয়েছে। রোশন নাকি দাবি করেছেন , বিজেপির হয়ে ভোটে লড়ার সময় শ্রাবন্তী নিজের আয়ের যে হিসেব দিয়েছিলেন তার সঙ্গে আদালতে দাখিল করা আয়ের হিসেবে কোনও মিল নেই। অর্থাৎ অভিনেত্রীর দাখিল করা বয়ানে অসংগতি রয়েছে বলে তাঁর।

রোশনের এই অভিযোগ যদি আদালতে সত্যি প্রমাণিত হয় তাহলে শ্রাবন্তীর জেল পর্যন্ত হতে পারে। এমনই নাকি দাবি রোশনের আইনজজীবীর। এ বিষয়ে এক সংবাদমাধ্যমকে প্রতিক্রিয়া দিতে গিয়ে অভিনেত্রী জানিয়েছেন, আইনজীবীর সঙ্গে কথা বলেই এ বিষয়ে প্রতিক্রিয়া দেবেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *