Bangla24x7 Desk : স্মার্টফোন আছে ? থাকলেই আপনি রাতারাতি ঢুকে যেতে পারেন বিজেপির হোয়াটসঅ্যাপ গ্রুপে। বুথস্তরে শক্তি বাড়াতে এবার সাধারণ ভোটারদেরও হোয়াটসঅ্যাপ গ্রুপে ঢোকানোর সিদ্ধান্ত নিয়েছে রাজ্য বিজেপি। সূত্রের খবর , বুথস্তরের কর্মীদের নির্দেশ দেওয়া হয়েছে কোন বুথে কোন কোন ভোটারের নিজস্ব স্মার্টফোন রয়েছে, তার তালিকা তৈরি করতে।

পঞ্চায়েত নির্বাচনের আগে তাই ভোটারদের কাছে সরাসরি পৌঁছে যেতে তাই সামাজিক মাধ্যমকে ব্যবহার করতে চাইছে গেরুয়া শিবির। হোয়াটস অ্যাপে গ্রুপ বানিয়ে সাধারণ ভোটারদের তাতে যুক্ত করলে সহজেই ভোটারদের প্রভাবিত করা যাবে বলে মনে করছে বিজেপি নেতৃত্ব। সূত্রের খবর, দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক সুনীল বনশল , মঙ্গল পাণ্ডেরাই নাকি এই নির্দেশ দিয়েছেন।

উল্লেখ্য, এর আগে বুথ কমিটি গড়তে মিসড কল দেওয়ার আবেদন জানানো হয়েছিল গেরুহা শিবিরের তরফে। রাজ‌্য নেতাদের কেন্দ্রীয় নেতৃত্ব বারে বারে বলে আসছেন, শক্তিশালী বুথ কমিটি ছাড়া লড়াই সম্ভব নয়। কিন্তু রাজ্যের প্রায় ৮০ হাজার বুথের অর্ধেকেরও বেশি বুথে গেরুয়া শিবিরের সংগঠন দুর্বল। এই পরিস্থিতিতে আদৌ সোশ্যাল মিডিয়ায় এভাবে জনসংযোগ কতটা যুক্তিযুক্ত দলের অন্দরেই সে প্রশ্ন মাথাচাড়া দিচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *