Bangla24x7 Desk : ২৪ ঘণ্টা কাটতে না কাটতে সুখবর পেলেন তিনি। তৃণমূলের তরফে টুইটে জানানো হয়েছে, আইটি সেলের রাজ্যের ইনচার্জ হিসেবে দায়িত্ব দেওয়া হচ্ছে দেবাংশুকে। বুধবার তৃণমূলের যুব কমিটি থেকে বাদ পড়ে সোশ্যাল মিডিয়ায় অভিমান প্রকাশ করেছিলেন দেবাংশু। লিখেছিলেন, ‘লেফট অল জব অ্যাট অল ইন্ডিয়া ইয়ুথ তৃণমূল কংগ্রেস।’ যার বাংলা তর্জমা করলে দাঁড়ায় – ‘যুব তৃণমূল কংগ্রেসের দায়িত্ব ছাড়লাম।’ যা দেখে রাজনৈতিক মহলের প্রশ্ন , তাহলে কি যুব কমিটিতে জায়গা না পেয়ে সত্যিই দলের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন দেবাংশু ? না কি পঞ্চায়েত ভোটের আগে দলের মূল সংগঠনে কোনও বড় দায়িত্ব পাচ্ছেন ?
সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের প্রধান হলেন যুব নেতা। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিষয় নিয়ে লাইভ, ভিডিও করেই থাকেন। ফেসবুকে তাঁর অগুনতি ফলোয়ার রয়েছে। সেসবকে গুরুত্ব দিয়ে এবার দেবাংশুকেই সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য ইনচার্জ পদে বসানো হল। সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্যের প্রধান হলেন যুব নেতা। এমনিতেই সোশ্যাল মিডিয়ায় তিনি যথেষ্ট সক্রিয়। রাজনৈতিক বিষয় নিয়ে লাইভ, ভিডিও করেই থাকেন। ফেসবুকে তাঁর অগুনতি ফলোয়ার রয়েছে। সেসবকে গুরুত্ব দিয়ে এবার দেবাংশুকেই সোশ্যাল মিডিয়া ও আইটি সেলের রাজ্য ইনচার্জ পদে বসানো হল।