Bangla24x7 Desk : দলের নীতি-শৃঙ্খলা, কোন পথে দল এগোবে, এ সব নিয়েই মূলত আলোচনা চলছে বিজেপির প্রশিক্ষণ শিবিরে। কলকাতার বৈদিক ভিলেজে আয়োজিত তিনদিনের সেই প্রশিক্ষণ শিবিরে স্বাভাবিকভাবেই উঠে এসেছে বঙ্গ বিজেপির রণনীতি নির্ধারণের প্রসঙ্গও। কোন পথে তৃণমূলকে ক্ষমতাচ্যুত করা সম্ভব, সেটাও ছিল আলোচনার একটা বড় অংশ জুড়ে। সূত্রের খবর , সেই প্রসঙ্গেই বিজেপি নেতার নির্দেশ দেওয়া হয়েছে , তৃণমূলকে সরাতে তাঁরা যাতে তৃণমূলের মতো আচরণ না করেন। বিশেষত দুর্নীতি থেকে দূরে থাকার নির্দেশ দেওয়া হয়েছে নেতাদের।

শুধু দুর্নীতি নয়, একইসঙ্গে নাগরিকত্ব আইন নিয়ে কেউ যাতে কোনও বিতর্কিত মন্তব্য না করেন, সে ব্যাপারেও বার্তা দেওয়া হয়েছে বলে সূত্রের খবর। শীর্ষ নেতৃত্বের দাবি, এই ধরনের মন্তব্যে সংশ্লিষ্ট নেতা বা বিধায়কের এলাকার মানুষের ওপর প্রভাব পড়তে পারে। বিজেপির এই প্রশিক্ষণ শিবিরে উপস্থিত রয়েছেন রাজ্যের সদ্য দায়িত্বপ্রাপ্ত পর্যবেক্ষক সুনীল বনশল, সহকারী পর্যবেক্ষক অমিত মালব্য সহ কেন্দ্রীয় নেতারা। এ ছাড়া দলের রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার, বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর মতো নেতারাও উপস্থিত রয়েছেন।

সম্প্রতি কল্যাণী এইমসে নিয়োগ দুর্নীতি মামলায় নাম জড়িয়েছে একাধিক বিজেপি নেতার। এক বিজেপি বিধায়কের মেয়ে ও অন্য বিধায়কের পুত্রবধূকে বেআইনিভাবে চাকরি দেওয়ার অভিযোগ উঠেছে। ইতিমধ্যেই সিআইডি সেই মামলার তদন্ত শুরু করেছে, চলছে জিজ্ঞাসাবাদও। এই ধরনের অভিযোগ থেকে যাতে নেতা-নেত্রীরা দূরে থাকেন, সে ব্যাপারে সতর্ক করা হয়েছে বলেই সূত্রের খবর।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *