Street Food : অবিশ্বাস্য কম দামে কাবাব থেকে বাটার ফ্রাই চিকেন সহ নানা লোভনীয় পদ , জমে উঠেছে ডায়মন্ড হারবারের সান্ধ্যকালীন 'ফুড কর্নার'

Bangla24x7 Desk : Street Food : অবিশ্বাস্য কম দামে কাবাব থেকে বাটার ফ্রাই চিকেন সহ নানা লোভনীয় পদ , জমে উঠেছে ডায়মন্ড হারবারের সান্ধ্যকালীন ‘ফুড কর্নার’ । উৎসবের মরশুমে চলছে ক্রিসমাস স্পেশাল মাস। এমন মরশুমে কি কাজে মন বসে ? তাই তো একদিনের জন্য হলেও কাজকে টাটা বাই বাই করে পরিবার- পরিজন অথবা বন্ধুদের হাত ধরে বেরিয়ে পড়ুন দূরে থেকে বহুদূরে। কিন্তু যাবেন কোথায় ? এক মুহূর্ত অপেক্ষা না করে চলে আসুন ডায়মন্ড হারবারে। কেল্লার মাঠ , গঙ্গা তীরবর্তী এলাকা ঘুরে ফেলুন, পরিবার-পরিজন বা মনের মানুষকে নিয়ে মুঠোফোনে ছবি তুলে স্মৃতি বন্ধন করুন।

তবে ডায়মন্ড হারবারে আসবেন আর পেটপুজো করবেন না তাই কখনও হয় ? তবে কোন রেস্টুরেন্ট নয় , রাস্তার ধারে স্ট্রীট ফুড কর্নার থেকেই পেয়ে যান নানা রকমের রকমারি খাবার। ডায়মন্ড হারবারের জাতীয় সড়কের পাশে গঙ্গা তীরবর্তী এলাকা। মহকুমা ক্রীড়া ময়দানের ঠিক বিপরীতে I Love Diamond Harbour – সেলফি পয়েন্টের ঠিক সামনে রাস্তার ধারেই সন্ধ্যা নামলেই জমে ওঠে এই লোভনীয় স্ট্রীট ফুড কর্নার। কি নেই সেখানে ? হাল্কা স্ন্যাক্স থেকে টিফিন – পাবেন সব।

কাবাব থেকে লেগপিস , চিকেন উইংস সহ নানা রকমারি খাদ্যের সম্ভার , মাছের নানা পদ সঙ্গে ফুচকা , মোমো থেকে চাউমিন , ফ্রায়েড রাইস সহ নানা চাইনিজ আইটেমের লম্বা তালিকা – যা চাইবেন মনের মত যে কোন খাবার পাবেন আপনি। নানা রকমের মশলাদার লোভনীয় খাবার , অতি অল্প মূল্যেই আপনি পাবেন। মুখে দিলেই মুচমুচে কামড় , জিভে জল আনা লোভনীয় স্বাদ ! আহা ! সেটা তো যেন অমৃত। তাহলে কি কি পাবেন আপনি ? চলুন জেনে নেওয়া যাক।

Street Food : অবিশ্বাস্য কম দামে কাবাব থেকে বাটার ফ্রাই চিকেন সহ নানা লোভনীয় পদ , জমে উঠেছে ডায়মন্ড হারবারের সান্ধ্যকালীন ‘ফুড কর্নার’

Read More : Football Utsav : দেশীয়দের সাথে নাইজেরিয়ানদের বল দখলের লড়াই , ডায়মন্ড হারবারে মাঠ কাঁপাবেন প্রাক্তন ‘মোহনবাগানী’ ব্যারাটো

কাবাবের তালিকায় রয়েছে চিকেন টিক্কা কাবাব , চিকেন রেশমি কাবাব , চিকেন আচারি কাবাব , চিকেন তন্দুরি কাবাব সহ কাবাবের নানা আইটেম। রয়েছে চিকেন স্টিম মোমো , চিকেন ফ্রায়েড মোমোর বিপুল সম্ভার। থাকছে চিকেন পকোড়া , ভেজ পকোড়া , বাটার ফ্রাই চিকেন , ফিস ফ্রাই সহ রেশমি চিকেন , গোল্ডেন ফ্রায়েড প্রণ, চিকেন মাঞ্ছুরিয়ন সহ নানা মুচমুচে লোভনীয় খাবার – আর দাম ? চিন্তা নেই , দাম আপনার সাধ্যের মধ্যেই। তাহলে আর দেরি কেন ? এক মুহূর্ত অপেক্ষা না করে চলে আসুন ডায়মন্ড হারবারে। আর হুগলী নদীর সান্ধ্যকালীন সভা চাক্ষুস করতে করতে খেয়ে ফেলুন মুচমুচে লোভনীয় এই সকল খাবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *