Bangla24x7 Desk : ডাক্তারি পড়ুয়াদের বিক্ষোভের জেরে চরম বিশৃঙ্খলা কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। রাতভর ঘেরাও কলেজের সুপার। মঙ্গলবার সকালেও তা অব্যাহত। ঠিকমতো চিকিৎসা পরিষেবা না পেয়ে চূড়ান্ত ভোগান্তিতে রোগীরা। তাঁরাও পালটা বিক্ষোভে নেমেছেন। অভিযোগ, কাজ করতে দেওয়া হচ্ছে না নার্সিং স্টাফদের। মেডিক্যাল কলেজ চত্বরের পরিস্থিতি বেশ উত্তপ্ত। কখন সমস্ত স্বাভাবিক হবে, তার অপেক্ষায় রয়েছেন রোগীরা।

মেডিক্যাল কলেজের ছাত্র সংসদ নির্বাচন স্থগিত করে দেওয়া নিয়ে সোমবার রাত থেকে অশান্তির সূত্রপাত। আগামী ২৬ ডিসেম্বর ভোট হওয়ার কথা ছিল। কিন্তু তা স্থগিত করে দিয়েছে স্বাস্থ্যভবন। সেই খবর পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন পড়ুয়া ও জুনিয়র ডাক্তারদের একাংশ। এদিকে, বিক্ষোভকারী জুনিয়র চিকিৎসকরা কেউ আউটডোরেও যাননি। ফলে সকাল থেকে মেডিক্যাল কলেজ হাসপাতালের আউটডোরে রোগীদের ভিড় বেড়েই চলেছে। কেউই কার্যত চিকিৎসা পাচ্ছেন না। দীর্ঘক্ষণ এভাবে লাইনে দাঁড়িয়ে তাঁরা ক্ষুব্ধ। চিকিৎসা না পেয়ে পালটা রোগীরাও বিক্ষোভ দেখাতে শুরু করেন বলে অভিযোগ।

ভোট করানোর দাবিতে অনড় তাঁরা। অভিযোগ, নিজেদের দাবিপূরণ করতে রাতেই মেডিক্যাল কলেজের সুপারকে ঘেরাও করে একদল জুনিয়র চিকিৎসক। মঙ্গলবার সকালেও তিনি ঘেরাওমুক্ত হননি। অন্যদিকে, হাসপাতালে ভরতি রোগীদের চিকিৎসায়ও বড়সড় গাফিলতি দেখা গিয়েছে। কয়েকটি গুরুত্বপূর্ণ অপারেশন স্থগিত করে দিতে হয়েছে বলে খবর মেডিক্যাল কলেজ সূত্রে। অভিযোগ, চিকিৎসা পাননি ক্যানসার আক্রান্ত রোগীও।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *