Student Death : বাঁশদ্রোণী থানার সামনে ধর্না - গ্রেপ্তার বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়

Bangla24x7 Desk : Student Death : বাঁশদ্রোণী থানার সামনে ধর্না – গ্রেপ্তার বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়। তাঁর অভিযোগ, পুলিশ মূল অভিযুক্তদের পালাতে সাহায্য করেছে। রাত থেকে ধরনার পর সকালে রূপাকে গ্রপ্তার করেছে পুলিশ। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের স্বার্থে বিজেপি নেত্রীকে গ্রেপ্তার করা হয়েছে বলে খবর। প্রসঙ্গত, বুধবার, মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্র মৃত্য়ুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। দিনভর তপ্ত থাকে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা প্রশাসনকাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ভাঙচুর চালানো হয় ঘাতক পে লোডারে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পাটুলি থানার ওসিকেও। উত্তেজিত বাসিন্দাদের রোষের মুখে পড়েন তিনি। এক কনস্টেবলকে কিলচড়ঘুষি মারারও অভিযোগ ওঠে। 

স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, গত ১৫ বছর ধরে বেহাল দশা রাস্তার। কখনও অর্ধেক কাজ হয়। সব টাকা নিয়ে চম্পট দেয় ঠিকাদাররা। ১১৩ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর অনীতা কর মজুমদারের বিরুদ্ধে বিক্ষোভ শুরু হয়। দুর্ঘটনার সঙ্গে সঙ্গেই একদল লোক রাস্তা অবরোধ করে বিক্ষোভ দেখাতে শুরু করে। দুটি পেলোডারে ভাঙচুর চালানো হয়। দুর্ঘটনার খবর পেয়ে ঘটনাস্থলে আসে বাঁশদ্রোণী থানার পুলিশ। পরিস্থিতি উত্তপ্ত দেখে পাটুলি থানার ওসিও ঘটনাস্থলে আসেন। পাটুলি থানার ওসিকে টানতে টানতে নিয়ে যায় বিক্ষোভকারীরা। খানাখন্দে ভরা রাস্তায় জলকাদার মধ্যে ওসিকে দীর্ঘক্ষণ দাঁড় করিয়ে রেখে বিক্ষোভ চলে। পরিস্থিতি উত্তপ্ত হয়ে উঠতেই ধরপাকড় শুরু করে পুলিশ।

Student Death : বাঁশদ্রোণী থানার সামনে ধর্না – গ্রেপ্তার বিজেপি নেত্রী রুপা গঙ্গোপাধ্যায়

Read More : Durga Puja 2024 : মহালয়ার রাতেই জনজোয়ারের সাক্ষী শ্রীভূমি – তিরুপতি দর্শন করতে ‘উৎসবে’ ফিরলেন জনতা

রাতভর থানার বাইরে বসে থাকেন তিনি। সকালে গ্রেফতার করা হয় রূপাকে। গ্রেফতারির পর রূপা বলেন, “আমি রাতে বারবার বলেছিলাম, বাথরুমে যাব। কিন্তু সেটাও যেতে দেয়নি ওরা। চরম অমানবিকতা। আমাকে আমার সিআরপিএফ ছাড়া নিয়ে যেতে পারে না।” প্রসঙ্গত, বুধবার, মহালয়ার সকালে বাঁশদ্রোণীতে পে লোডারের ধাক্কায় নবম শ্রেণির এক ছাত্র মৃত্য়ুতে রণক্ষেত্রের চেহারা নেয় এলাকায়। দিনভর তপ্ত থাকে পরিস্থিতি। স্থানীয় বাসিন্দারা প্রশাসন-কাউন্সিলরের বিরুদ্ধে ক্ষোভ উগরে গিয়ে বিক্ষোভ দেখাতে থাকেন। ভাঙচুর চালানো হয় ঘাতক পে লোডারে। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে গিয়ে আক্রান্ত হতে হয় পাটুলি থানার ওসি-কেও। উত্তেজিত বাসিন্দাদের রোষের মুখে পড়েন তিনি। এক কনস্টেবলকে কিল-চড়-ঘুষি মারারও অভিযোগ ওঠে।