Bangla24x7 Desk : ভবিষ্যত প্রজন্মকে নেতৃত্ব দেবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তৃণমূল সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শকে এগিয়ে নিয়ে যাবেন তিনি। মেয়ো রোডের জনসভা থেকে তাৎপর্যপূর্ণ মন্তব্য করলেন রাজ্যের মন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরহাদ হাকিম। রাজ্যের সাম্প্রতিক রাজনৈতিক পরিস্থিতিতে তাঁর এহেন মন্তব্য বেশ ইঙ্গিতপূর্ণ বলেই মনে করছে রাজনৈতিক মহল।

রবিবার ছিল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস। সেই উপলক্ষে সোমবার মেয়ো রোডে গান্ধীমূর্তির পাদদেশে সভায় আয়োজন করেছিল ছাত্র সংগঠন। সভামঞ্চ থেকে বিজেপির বিরুদ্ধে আক্রমণ শানানোর পাশাপাশি অভিষেকের নেতৃত্ব নিয়েও মুখ খোলেন ফিরহাদ। তাঁর মিনিট তিনেকের বক্তব্যে বার তিনেক উঠে এসেছে অভিষেকের নাম। ভবিষ্যতে মমতার আদর্শে অন্যায়ের বিরুদ্ধে লড়াইয়ের করতে সাধারণ মানুষকে নেতৃত্ব দেবেন অভিষেক, এমন বার্তা দিয়েছেন ফিরহাদ।

মমতা বন্দ্যোপাধ্যায় সারাজীবন সাধারণ মানুষের জন্য লড়াই করেছেন। যে আন্দোলন মমতা বন্দ্যোপাধ্যায় করেছেন, যে ভিত তিনি তৈরি করেছেন, সাধারণ মানুষের স্বার্থে অভিষেকের নেতৃত্বে সেই লড়াই আপনারা এগিয়ে নিয়ে যাবেন। এটা আমাদের বিশ্বাস।” এদিনের বক্তব্যের শুরুতেই তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদককে ‘ছাত্র-যুব নয়নের মণি’ বলে উল্লেখ করেন কলকাতার মেয়র। এরপরই অন্যায়ের বিরুদ্ধে লড়াই করার জন্য ছাত্র এবং যুবদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *