Studio Ghibli Trending : সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ডিং ! ট্রেণ্ডিংয়ে না ভেসে জেনে নিন জিবলি আর্টের ইতিহাস

Bangla24x7 Desk : Studio Ghibli Trending : সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ডিং ! ট্রেণ্ডিংয়ে না ভেসে জেনে নিন জিবলি আর্টের ইতিহাস। কীভাবে তৈরী করবেন গিবলি আর্ট ? ট্রেন্ডিংয়ে না ভেসে জেনে নিন গিবলির ইতিহাস। সোশ্যাল মিডিয়া জুড়ে ট্রেন্ডিং গিবলি। কিন্তু আপনি কি জানেন ? কোথা থেকে এই আর্টের উৎপত্তি ? স্টুডিও জিবলী বিখ্যাত জাপানি অ্যানিমেশন স্টুডিও। টোকিও কোগানেই অঞ্চলের স্টুডিও স্থাপিত হয় ১৯৮৫ সালে। জিবলী শব্দের অর্থ সাহারার মরুঝড়। জাপানি শিল্পের সঙ্গে পাশ্চাত্য শিল্পের অনুপ্রেরণায় জন্ম হয় জিবলি আর্টের। জিবলী আর্টের প্রতিষ্ঠাতা হায়াও মিয়াজাকি , ইশাও তাকাহাতা , ইয়াসুয়োশি তোকুমা ও তোশিও সুজুকি। মানুষ ও প্রকৃতির মেলবন্ধনই এই শিল্পের বড় শক্তি। অন্যতম বৈশিষ্ট্য হাতে আঁকা , সংবেদনশীল জলরঙের ব্যাকগ্রাউন্ড। সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ডিং হলেও কীভাবে এই আর্টের মাধ্যমে নিজের ছবি তৈরী করতে পারবেন ? প্রথম তিনটি ছবি ফ্রি পাওয়া গেলেও, বাকি ছবির জন্য সাবস্ক্রিপশন দরকার। চ্যাটজিপিটি প্লাস, প্রো, টিম বা সিলেক্ট সাবক্রিপশন থাকলেই এই ছবি বানানো যাচ্ছে। তবে চাইলেই কিন্তু চ্যাটজিপিটি দিয়ে গিবলি ছবি তৈরি করা যাচ্ছে না। গ্রক দিয়ে কীভাবে গিবলি বানাবেন ?

১. প্রথমে গ্রক ওয়েবসাইট বা অ্যাপে ক্লিক করুন।

২. এরপর পেপার ক্লিপ সাইনে ক্লিক করে ছবি আপলোড করুন।

৩. ছবিটি গিবলিফাই করতে বললেই তা গিবলি আর্টের মতো ছবি বানিয়ে দেবে।

৪. যদি ওই ছবি পছন্দ না হয়, তবে ফের এডিট করতে দিতে পারেন।

এছাড়াও ডিপএআই, ক্রেয়ন, প্লেগ্রাউন্ড এআই-র মতো থার্ড পার্টি প্ল্যাটফর্ম দিয়েও গিবলি ছবি তৈরি করতে পারেন। মানুষ ও প্রকৃতির মেলবন্ধনই এই শিল্পের বড় শক্তি। কীভাবে গিবলি স্টাইলে ছবি বানাবেন ?

Studio Ghibli Trending : সোশ্যাল মিডিয়ায় ট্রেণ্ডিং ! ট্রেণ্ডিংয়ে না ভেসে জেনে নিন জিবলি আর্টের ইতিহাস

Read More : Medicine Price West Bengal : ফের বাড়ল ৯০০ ওষুধের মূল্য , তালিকায় প্যারাসিটামল থেকে অ্যাজিথ্রোমাইসিন

১. ওপেন এআই ছাড়াও আপনি চাইলে জেমিনি এআই প্ল্যাটফর্ম থেকে গিবলি ছবি তৈরি করতে পারেন।

২. এর জন্য প্রথমে জেমিনি প্ল্যাটফর্ম খুলুন।

৩. এরপর চ্যাটবক্সে আপনি যেমন ছবি তৈরি করতে চাইছেন, তার বিস্তারিত তথ্য দিন।

৪. সাবমিট করলেই আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ছবি তৈরি করে দেওয়া হবে। এই ছবি আপনি সোশ্যাল মিডিয়ায় পোস্ট করতে পারেন।