Bangla24x7 Desk : কয়েকঘণ্টা আগে দলত্যাগ। কয়েকঘণ্টা পর বীরভূমে শুভেন্দু অধিকারীর সভায় বিজেপিতে যোগ দিলেন তৃণমূলত্যাগী বিপ্লব ওঝা। মঙ্গলবার বিকেলে নলহাটিতে বিজেপির সভায় বিপ্লববাবুর হাতে পুষ্পস্তবক তুলে দেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সভামঞ্চেও বসে থাকতে দেখা গিয়েছে তাঁকে। তবে আনুষ্ঠানিকভাবে বিপ্লব ওঝাকে হাতে বিজেপির পতাকা তুলে নিয়ে দেখা যায়নি। দলবদল নিয়ে বীরভূমর জেলার তৃণমূল মুখপাত্র মলয় মুখোপাধ্যায় বলেন, “এবার তো বোঝা যাচ্ছে উনি ইচ্ছে করে নিষ্ক্রিয় হয়ে গিয়েছিলেন। কাজ করেননি।”

দলীয় সূত্রে খবর, বিধানসভা ভোটে তৃণমূলের টিকিটে দাঁড়াতে চেয়েছিলেন বিপ্লব ওঝা। কিন্তু টিকিট দেওয়া হয়নি। জেলা পরিষদের সভাধিপতি পদে তাঁকে বসানোর প্রতিশ্রুতি দেওয়া হয়। সেই প্রতিশ্রুতি পালন হয়নি। এরপর দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে মঙ্গলবার সকালে তৃণমূল ছাড়েন বিপ্লব বাবু। এলাকায় অনুব্রত মণ্ডল ঘনিষ্ঠ হিসেবেই পরিচিত ছিলেন বিপ্লব ওঝা। কিন্তু বিধানসভা ভোটে টিকিট না পাওয়ায় দলের সঙ্গে দূরত্ব বাড়ে তাঁর।

প্রসঙ্গত, একসময় বীরভূম জেলা কংগ্রেসের রামপুরহাট ১ নম্বর ব্লক সভাপতি ছিলেন বিপ্লব ওঝা। ২০০৭ সালে নলহাটি পুরসভার চেয়ারম্যান হন। এরপর ২০০৯ সালে বীরভূম লোকসভা থেকে তৃণমূলের টিকিটে সাংসদ পদে শতাব্দী রায় জেতার পরেই সমস্ত কাউন্সিলর নিয়ে তৃণমূল যোগদান করেন বিপ্লব ওঝা। সেই প্রথম নলহাটি পুরসভা তৃণমূলের দখলে আসে। পরবর্তী সময় বিপ্লব ওঝাকে নলহাটি পুরসভার চেয়ারম্যান করা হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *