Bangla24x7 Desk : অত্যন্ত সংকটজনক ঐন্দ্রিলা শর্মার শারীরিক অবস্থা। হাসপাতাল সূত্রে জানা গিয়েছে এই খবর। এখনও ভেন্টিলেশনে জীবনের লড়াই লড়ছেন অভিনেত্রী। অনুরাগীদের পাশাপাশি অভিনেত্রীর সুস্থতা কামনায় প্রার্থনা করেছেন টলিউডের একাধিক তারকা।
হাসপাতাল সূত্রে খবর, ঐন্দ্রিলার শারীরিক অবস্থা অত্যন্ত খারাপ। কালার্স বাংলার ‘ঝুমুর’ ধারাবাহিকের মাধ্যমে বাংলা টেলিভিশনের জগতে নিজের অভিনয় সফর শুরু করেন ঐন্দ্রিলা। স্টার জলসার ‘জীবন জ্যোতি’ ধারাবাহিকেও মুখ্য চরিত্রে দেখা গিয়েছিল তাঁকে। সান বাংলার ‘জিয়ন কাঠি’ ধারাবাহিকে অভিনয় করেন তুলির ভূমিকায়। বহুদিন ক্যানসারের সঙ্গে লড়াই করেছেন। একবার নয় , দু-দু’বার মারণ রোগ থাবা বসিয়েছে তাঁর শরীরে। দু’বারই ক্যানসারকে হার মানিয়েছেন অভিনেত্রী।
আচমকাই ব্রেনস্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। সঙ্গে সঙ্গে তাঁকে হাওড়ার বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। হাসপাতালে নিয়ে যাওয়ার কিছুক্ষণের মধ্যেই ঐন্দ্রিলাকে ভেন্টিলেশনে দিতে হয়। এখনও ভেন্টিলেশনেই রয়েছেন অভিনেত্রী। চিকিৎসকরা জানিয়েছেন, সংক্রমণ কমছে না ঐন্দ্রিলার (Aindrila Sharma)। সেটা নিয়েই দুশ্চিন্তা। বার বার জ্বর আসছে। ব্রেন স্ট্রোকের পর মাথার যে পাশে অস্ত্রোপচার হয়েছিল ঐন্দ্রিলার, তার বিপরীত দিকে রক্ত জমাট বেঁধেছে। অভিনেত্রীর অ্যান্টিবায়োটিক চলছে।