Bangla24x7 Desk : আগামী বছর লোকসভা নির্বাচন । কিন্তু তার অনেক আগেই কার্যত বাদ্যি বেজে গিয়েছে। মেগা নির্বাচন ঘিরে এখন থেকেই প্রস্তুতি, পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে রাজনৈতিক শিবিরগুলিতেও। ক্ষমতাসীন দল বিজেপি এই কাজে স্বভাবতই আরও কিছুটা এগিয়ে। ২০২৪ লোকসভা নির্বাচনের টার্গেট বেঁধে দিলেন রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার। তবে তাঁর সঙ্গে একমত হলেন না প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। তাতেই আরও একবার বঙ্গ বিজেপির অন্তর্দ্বন্দ্ব প্রকাশ্যে চলে এল।

অমিত শাহ বঙ্গ সফরে এসে সংগঠনের রুদ্ধদ্বার বৈঠকে কার্যকর্তাদের টার্গেট দিয়ে গিয়েছিলেন। তাঁর কড়া বার্তা ছিল, উনিশের চেয়ে বেশি আসনে জিততেই হবে চব্বিশের ভোটে। এছাড়া সদ্য সমাপ্ত দলের জাতীয় কর্মসমিতির বৈঠকেও একই বার্তা দেওয়া হয়েছে। রাজ্য বিজেপি সভাপতি সুকান্ত মজুমদার জানিয়েছেন, চব্বিশের লোকসভা নির্বাচনে বাংলা থেকে ২৫ টি আসন জিতবে বিজেপি। যদিও সুকান্ত বাবুর এই টার্গেটের সঙ্গে একমত নন রাজ্য বিজেপির প্রাক্তন সভাপতি দিলীপ ঘোষ। তাঁর বক্তব্য, ”এখনই লোকসভা নির্বাচনের কোনও লক্ষ্য ঠিক করেনি দল। ২৫ টি আসনে জেতার কথা বলা হচ্ছে, তা তিরিশও হতে পারে।” সুতরাং, এখানেই স্পষ্ট গেরুয়া শিবিরের মতানৈক্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *