Bangla24x7 Desk : মোদী মন্ত্রীসভায় সুকান্ত মজুমদার। কারণ , নিয়ম অনুযায়ী একজন দুই পদে থাকতে পারেন না। সেক্ষেত্রে কে হতে পারেন বঙ্গ বিজেপি-র রাজ্য সভাপতি ? চর্চায় উঠে আসছে একগুচ্ছ নাম। তাঁরা কারা ? শুভেন্দু, দিলীপ না লকেট ! বঙ্গ বিজেপির নয়া সভাপতি কে ? জোর জল্পনা বিজেপিতে।

জ্যোতির্ময় সিং মাহাতো : চর্চায় উঠে এসেছে পুরুলিয়ার দু’বারের সাংসদ জ্যোতির্ময় সিং মাহাতো। বর্তমান রাজ্য বিজেপির সাধারণ সম্পাদকের হাতেই উঠুক তাঁর ব্যাটন, ইতিমধ্যেই সেই বার্তা দলের শীর্ষ স্তরে দিয়েছেন সুকান্ত মজুমদার। এমনটাই খবর সূত্রের। এই জ্যোতির্ময় আবার কুড়মি সমাজের মানুষ। ফলে ২০২৬ সালের বিধানসভা ভোটের আগে দলের সভাপতির পদে পুরুলিয়ার সাংসদকে এনে কুড়মিদের বিজেপির কেন্দ্রীয় নেতৃত্ব কোনও বার্তা দিতে চান কি না, সেদিকেও নজর রয়েছে রাজনীতির কারবারিদের। 

দিলীপ ঘোষ : দিলীপ ঘোষকে সভাপতি পদে চেয়েও জোরাল আওয়াজ উঠছে কর্মীদের মধ্যে। বর্ধমান-দুর্গাপুর লোকসভা ভোটে প্রায় দেড় লাখের বেশি ভোটে হারলেও অতীতের সাফল্য সভাপতি হওয়ার লড়াইয়ে দিলীপকে কিছুটা অগ্রসর করতে পারে বলে মত বিজেপির আরেক অংশের। 

শুভেন্দু অধিকারী : সূত্রের খবর , এই মুহূর্তে আপাতত দু’টি নাম চর্চায় বেশি উঠে আসছে। একজন দিলীপ ঘোষ। অপরজন শুভেন্দু অধিকারী। রাজ্য জুড়ে লোকসভা ভোটে বিজেপির ফল খারাপ হলেও শুভেন্দু অধিকারীর পরিশ্রম, কর্মীদের মধ্যে জনপ্রিয়তা, তৃণমূল বিরোধিতার চড়া সুর এই লড়াইয়ে নন্দীগ্রামের বিধায়ককে অনেকটাই এগিয়ে রাখছে। তাঁকেই পরবর্তী সভাপতি হিসাবে বেছে নিতে পারেন নরেন্দ্র মোদী, অমিত শাহরা বলে মত দলের একাংশের। সেক্ষেত্রে অবশ্য বিরোধী দলনেতার পদ থেকে সরতে হতে পারে শুভেন্দুকে। 

মনোজ টিজ্ঞা : বিধানসভার বিরোধী মুখ্য সচেতক পদ থেকে সরছেন মনোজ টিগ্গা। আলিপুরদুয়ারের সাংসদের নামও সভাপতি হিসাবে আলোচনায় উঠে এসেছে। সেক্ষেত্রে, তাঁর ভাবমূর্তি এবং দলের বিভিন্ন স্তরের নেতা কর্মীদের সঙ্গে সু-সম্পর্ক সভাপতির নাম বাছাইয়ের আলোচনায় মনোজকে সামনে এনে ফেলেছে বলে খবর।

লকেট চট্টোপাধ্যায় : মহিলা মুখ হিসাবে লকেট চট্টোপাধ্যায়ের নামও জল্পনায় ভাসছে। রাজ্য বিজেপির অন্যতম সাধারণ সম্পাদক তথা হুগলির পরাজিত প্রার্থীর সঙ্গে শুভেন্দু অধিকারীর সম্পর্ক মধুর। ফলে দলের অভ্যন্তরীণ সমীকরণেও কোনও সমস্যা হবে না। আবার মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মহিলা মুখ হিসাবে সামনে আনা যাবে লকেটকে বলছেন বিজেপির কেউ কেউ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *