Sundarban Turism : ম্যানগ্রোভের ছায়া , স্যান্ড বিচ ক্যাম্প - এই পর্যটনকেন্দ্র পর্যটকদের কাছে আকর্ষণ

Bangla24x7 Desk : Sundarban Turism : ম্যানগ্রোভের ছায়া , স্যান্ড বিচ ক্যাম্প – এই পর্যটনকেন্দ্র পর্যটকদের কাছে আকর্ষণ। বেড়ানোর ইচ্ছা তো বাঙালীর অন্তরে অন্তরে। প্রখর গ্রীষ্মের উত্তাপ বা হাড় কাঁপানো শীত – কোন কিছুই কাবু করতে পারে না বাঙালীর ভ্রমণ প্রিয় রসনাকে। তার উপর এখন আবার উৎসব মরশুম , এমন মরশুমে কি কাজে মন বসে ? ছুটির আমেজ গায়ে মেখে সপরিবারে অথবা বন্ধুবান্ধবদের সাথে টুক করে কাছেপিঠে কোথাও ঘুরে এলে কিন্তু মন্দ হয় না ! তাই তো একদিনের জন্য হলেও কাজকে টা টা করে পরিবার – পরিজন অথবা বন্ধুদের হাত ধরে বেরিয়ে পড়ুন দূরে থেকে বহু দূরে। কিন্তু প্রশ্ন হল যাবেন কোথায় ? তাই তো !

আচ্ছা সময় পেলে তো আমরা কলকাতার বুকে ঘুরে আসি। যেমন ধরুন , নিক্কোপার্ক , সায়েন্স সিটি , ইকো পার্ক ! কিন্তু আপনি কি জানেন কোলকাতা থেকে মাত্র কয়েক ঘণ্টা দূরে রয়েছে শহুরে কোলাহল , যানজটের হাত থেকে রেহাই , সর্বোপরি কাজের প্রেসারের থেকে মুক্তি – নিজের প্রিয়জনের সাথে একান্তে বা পরিবার অথবা বন্ধুবান্ধবদের সাথে মজা – ভ্রমনের জন্য আপনার কাছে একেবারেই আদর্শ দক্ষিণ ২৪ পরগনার মৌসুনি দ্বীপের বালিয়াড়া। বঙ্গোপসাগরের সুবিশাল অনন্ত জলরাশি এবং ম্যানগ্রোভের ছায়া – উন্নত যোগাযোগ ব্যবস্থার কারণে মৌসুনি দ্বীপ আজ পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রবিন্দু। অনেক ক্যাম্প থাকলেও পর্যটকদের কাছে আকর্ষণের কেন্দ্রে মৌসুনি দ্বীপের অন্যতম সুন্দর স্যান্ড বীচ ক্যাম্প। গোটা ক্যাম্প জুড়ে অসংখ্য মাট হাউস এবং ছোট ছোট টেন্ট – তবে এখানেই শেষ নয় , স্যান্ড ক্যাশেলস বীচ ক্যাম্পে প্রতি প্যাকেজে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। সকালে হোক বা দুপুরে – লোভনীয় আহার পর্যটকদের মন কাড়বেই।

Sundarban Turism : ম্যানগ্রোভের ছায়া , স্যান্ড বিচ ক্যাম্প – এই পর্যটনকেন্দ্র পর্যটকদের কাছে আকর্ষণ

Read More : Travel Destination : সস্তায় থাকা-খাওয়া! অপরূপ প্রাকৃতিক সৌন্দর্য – কলকাতার ঠিক পাশেই নিউজিল্যান্ড !

শুধু তাই নয় , সূর্যাস্তের পর স্যান্ড বীচ ক্যাম্প সেজে ওঠে মনোরম আলোর রোশনাই সাথে গোটা ক্যাম্প জুড়ে মৃদু সংগীতের সুর। বকখালি ও দিঘার পাশাপাশি নির্জন নিরালায় ছুটি কাটাতে মৌশুনি দ্বীপ একেবারেই আদর্শ আপনাদের জন্য। গোটা ক্যাম্প জুড়ে অসংখ্য মাট হাউস এবং ছোট ছোট টেন্ট – তবে এখানেই শেষ নয় , স্যান্ড ক্যাশেলস বীচ ক্যাম্পে প্রতি প্যাকেজে রয়েছে থাকা খাওয়ার সুব্যবস্থা। সকালে হোক বা দুপুরে – লোভনীয় আহার পর্যটকদের মন কাড়বেই। তাহলে আর কি ? একঘেয়ে কর্মব্যস্ত জীবন থেকে একটু অবসর নিয়ে চিনাই নদী পেরিয়ে পৌঁছে যান অপরূপ প্রাকৃতিক বৈচিত্র্যে পরিপূর্ণ মৌসুনি পর্যটন কেন্দ্রে , যেখানে নদীর অনন্ত সুবিশাল জলরাশি এবং ম্যানগ্রোভের ছায়া আপনাকে হাতছানি দিয়ে ডাকছে।