Bangla24x7 Desk : বারবার আদালতে আবেদন জানিয়েও কোনও লাভ হল না। দিল্লি যাত্রা থেকে বাঁচার শেষ পথও বন্ধ হয়ে গেল সায়গল হোসেনের। দিল্লি হাই কোর্টের রায়কে চ্যালেঞ্জ করে অনুব্রত মণ্ডলের দেহরক্ষীর আবেদন নাকচ করে দিল সুপ্রিম কোর্ট। শীর্ষ আদালত নির্দেশ দেওয়ার পরই সায়গলকে নিয়ে দিল্লির পথে রওনা পুলিশ।

তাঁকে গ্রেফতার দেখিয়ে নিজেদের হেফাজতে নিয়ে দিল্লিতে নিয়ে যাওয়ার জন্য আদালতের দ্বারস্থ হয় ইডি। আসানসোল আদালত, কলকাতা হাইকোর্ট, দিল্লির PMLA আদালত হয়ে শেষ পর্যন্ত বিষয়টি সুপ্রিম কোর্ট পর্যন্ত গড়িয়েছিল। যদিও সুপ্রিম কোর্ট সায়গলের আবেদন খারিজ করে দিয়েছিল। শেষ পর্যন্ত এদিন ১১ টা নাগাদ ট্রেনে চেপে সায়গলকে দিল্লিতে নিয়ে আসেন ইডির তদন্তকারী আধিকারিকরা।

গরুপাচার কাণ্ডে অন্যতম অভিযুক্ত সায়গল হোসেনকে জালিয়ানওয়ালানবাগ-অমৃতসর এক্সপ্রেসে করে সকাল ১১ টা ১০ মিনিটে দিল্লিতে নিয়ে আসা হয়। পুলিশের কড়া নজরদারিতে সায়গলকে দিল্লি আনা হয়। স্টেশন থেকে পায়ে হেঁটেই স্টেশন চত্বর থেকে বাইরে আসে সায়গল। এরপর তাঁকে গাড়িতে চাপিয়ে স্টেশন থেকে নিয়ে বেরিয়ে যান আধিকারিকরা। সংবাদ মাধ্যমের প্রশ্নের মুখোমুখি হতেই, হাত নেড়ে বলে দিলেন কোনও উত্তর দেবেন না।

ঘটনায় ইতিমধ্যেই গ্রেফতার হয়েছেন বীরভূমের দোর্দণ্ডপ্রতাপ তৃণমূল নেতা অনুব্রত মণ্ডল। বর্তমানে আসানসোল সংশোধনাগারে রয়েছেন তিনি। এদিকে তাঁর কন্যা সুকন্যা মণ্ডলের থেকেও বেশ কিছু তথ্যও খোঁজ পাওয়ার চেষ্টা করছেন ইডির আধিকারিকরা। এমন পরিস্থিতিতে সায়গল হোসেনকে নিজেদের হেফাজতে নিয়ে ইডি আগামী দিনে কোনও নতুন তথ্য হাতে পায় কি না, সেই দিকেই নজর সকলের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *