Tanmoy Bhattyacharya CPIM : শ্লীলতাহানির অভিযোগ! বাড়িতে CCTV বসালেন বাম নেতা

Bangla24x7 Desk : Tanmoy Bhattyacharya CPIM : শ্লীলতাহানির অভিযোগ! বাড়িতে CCTV বসালেন বাম নেতা। যে ঘরে বসে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন, সেখানে সিসিটিভি বসানো হয়েছে বলে খবর। আচমকা কেন এই সিদ্ধান্ত ? বাম নেতা জানিয়েছে, বর্তমান পরিস্থিতির কথা চিন্তা করেই এই সিদ্ধান্ত। আগামীতে সাংবাদিকদের সঙ্গে কথা বলার প্রতিমুহূর্তের ফুটেজ থাকবে। যাতে এই ধরণের অভিযোগের মুখোমুখি তাঁকে হতে না হয়। আলিমুদ্দিন স্ট্রিটে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবেন বলেও জানান তন্ময়।

উল্লেখ্য, গত ২৭ অক্টোবর, রবিবার দুপুরে এক তরুণী সাংবাদিক ফেসবুক লাইভ করেন। তিনি দাবি করেন, এদিন তাঁর তন্ময় ভট্টাচার্যের সাক্ষাৎকার নেওয়ার কথা ছিল। সেই মতো তিনি সিপিএম নেতার কাছে পৌঁছে যান। তাঁর অভিযোগ, ইন্টারভিউ নেওয়ার আগেই তন্ময়বাবু নাকি তাঁর কোলে বসে পড়েন। মহিলা স্পষ্টভাবে জানান, তিনি এসব পছন্দ করেন না। ওই সাংবাদিকের অভিযোগ, বরাবরই নিজের মাত্রার বাইরে গিয়ে ইয়ার্কি-ঠাট্টা করেন তন্ময় ভট্টাচার্য। পছন্দ না হলেও বিষয়টাকে নিজের মতো করে এড়িয়ে যেতেন তিনি। তবে মাত্রা ছাড়ানোয় ফেসবুক লাইভ করেন নিগৃহীতা। সিপিএমের তরফে সে দিনই তাঁকে দল থেকে সাসপেন্ড করে দেওয়া হয়েছে। মহম্মদ সেলিম সাংবাদিক বৈঠক করে জানিয়েছিলেন, তন্ময়ের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, তা খতিয়ে দেখবে দলের অভ্যন্তরীণ অভিযোগ কমিটি (আইসিসি)। ওই কমিটির রিপোর্ট অনুযায়ী পদক্ষেপ করা হবে দলের তরফে। আগামী শনিবার এই সংক্রান্ত জিজ্ঞাসাবাদের জন্য আইসিসি ডেকেছে তন্ময়কে।

Tanmoy Bhattyacharya CPIM : শ্লীলতাহানির অভিযোগ! বাড়িতে CCTV বসালেন বাম নেতা

Read More : CM Mamata Banerjee : ট্যাবের টাকা নিয়ে গাফিলতি ! তদন্তের নির্দেশ মুখ্যমন্ত্রীর

আলিমুদ্দিন স্ট্রিটে নির্ধারিত সময়ের মধ্যে পৌঁছে যাবেন বলেও জানান তন্ময়। তবে তার আগে নিজের ঘরে সিসি ক্যামেরা বসালেন বর্ষীয়ান নেতা। সাংবাদিকদের সঙ্গে কেন নিজের বাড়িতে দেখা করেন তন্ময়, তা নিয়ে প্রশ্ন তুলেছিলেন সেলিমও। যে দিন এই অভিযোগ প্রকাশ্যে আসে, সে দিন সাংবাদিক বৈঠকে সেলিম বলেছিলেন, ‘‘আমি জানি না কেন তন্ময় নিজের বাড়িতে সাংবাদিক বৈঠক করেন।’’ তার পরেই তাঁকে সাসপেন্ড করার কথা ঘোষণা করেছিলেন সেলিম। বরাহনগর থানায় ওই মহিলা সাংবাদিক তাঁর বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছিলেন। ইতিমধ্যে থানা থেকে তাঁকে তিন বার তলব করা হয়েছে। প্রতি বারই তিনি হাজিরা দিয়েছেন। প্রথম দিন তিন ঘণ্টা, পরের দিন প্রায় দেড় ঘণ্টা থানায় জিজ্ঞাসাবাদ করা হয়েছিল তন্ময়কে। পাশাপাশি তিনি দলীয় তদন্তের মুখোমুখি হতে চলেছেন শনিবার।