Bangla24x7 Desk : বয়স প্রায় ৪০ এর কোটায়। এখনই বিয়ের পিঁড়িতে বসতে রাজি নন বছর ৩৮ এর তনুশ্রী। অভিনেত্রীর ঝুলিতে রয়েছে একের পর এক কাজ । কাজ নিয়েই বেজায় ব্যস্ত রয়েছেন টলি নায়িকা তনুশ্রী। এবার টলিউড গন্ডি পেরিয়ে বলিউডে পা রেখেছেন টলি কন্যা তনুশ্রী চক্রবর্তী। ইতিমধ্যেই শুটিংও সেরে ফেলেছেন অনেকটাই। সানি দেওলের নায়িকা হিসেবে দেখা যাবে তনুশ্রী। অভিনেত্রীকে নিয়ে জোর চর্চা শুরু হয়েছে নেটদুনিয়ায়।

সম্প্রতি নিজের সোশ্যাল মিডিয়ায় একগুচ্ছ ছবি পোস্ট করে বোল্ডনেসের ডবল ডোজ বাড়িয়েছেন তনুশ্রী। সাগরপাড়ে বোল্ড অ্যাটায়ারে ছবি পোস্ট করতেই আগুন জ্বলে উঠেছে নেটদুনিয়ায়। চারিদিকে অনন্ত জলরাশির মাঝখানে বসে রয়েছেন তনুশ্রী। সাদা রঙের পোশাকে বেরিয়ে রয়েছে ব্রা-এর কাপ। বক্ষ-বিভাজিকা উন্মুক্ত করে ভক্তদের পাগল করে দিয়েছেন তনুশ্রী। হট অ্যান্ড বোল্ড ছবি দেখে রাতের ঘুম উড়েছে অনুরাগীদের। শীতের পারদ চড়তেই উষ্ণতার পারদ চড়িয়েছেন তনুশ্রী।

বয়স যে নিছকই একটা সংখ্যামাত্র তা যেন বারেবারে প্রমাণ করে দিচ্ছেন টলি অভিনেত্রী তনুশ্রী। টলি ইন্ডাস্ট্রিতে এমন খুব কমই অভিনেত্রী আছেন যাদের আসল বয়স বাড়ছে না দিন দিন কমছে তা বোঝাটা মুশকিল। সেই তালিকায় রয়েছেন তনুশ্রী চক্রবর্তী। ব্যক্তিগত জীবনের সিদ্ধান্ত এখনই নিতে চাইছেন না। বিয়েতে আগ্রহ প্রকাশ না করাতেই নাকি ব্যবসায়ী প্রেমিক রাজকুমারের সঙ্গে প্রেম ভেঙেছে তনুশ্রীর। গুঞ্জনে শোনা যাচ্ছে কেরিয়ারের জন্যই নাকি রাজকুমারের বিয়ের প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন তনুশ্রী। তবে এত বেশি চর্চা হচ্ছে যে শেষমেষ নিজেই মুখ খুলেছিলেন নায়িকা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *