Bangla24x7 Desk : ভারতের বৃহত্তম প্যাকেজড ওয়াটার সংস্থা কিনে নিচ্ছে টাটা। বিসলেরি কিনছে টাটা। সূত্রের খবর এমনই। ৭০০০ কোটি টাকায় দেশের বৃহত্তম প্যাকেজড সংস্থা বিসলেরি কিনছে টাটা গ্রুপ। জানা যাচ্ছে, বিসলেরির মালিক রমেশ চৌহান কোম্পানি বেচে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে।
প্রায় ৬০০০ থেকে ৭০০০ কোটি টাকায় রমেশ চৌহান টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেডের কাছে নিজের কোম্পানি বেচার সিদ্ধান্ত নিয়েছেন বলে জানা যাচ্ছে। শোনা যাচ্ছে, রমেশ চৌহানের মেয়ে জয়ন্তীর নাকি ব্যবসাপত্তরে তেমন আগ্রহ নেই। সেই কারণেই কোম্পানি বেচার মত সিদ্ধান্ত নিতে বাধ্য হচ্ছেন তিনি। সূত্রের খবর, টাটা বিসলেরি অধিগ্রহণ করলে পর সঙ্গে সঙ্গেই বিসলেরি ম্যানেজমেন্টকে বসিয়ে দেওয়া বা ভেঙে দেওয়া হবে না। বরং টাটা বিসলেরি কেনার পরেও চুক্তি অনুযায়ী বিসলেরির বর্তমান ম্যানেজমেন্ট আরও ২ বছর কাজ চালিয়ে যাবে।
উল্লেখ্য, এখন বাজারে টাটার হিমালয়া ওয়াটার রয়েছে। যদিও Tata Consumer Product এবং Bisleri-র তরফে এখনও কোনও অফিসিয়াল তথ্য দেওয়া হয়নি। বাজার বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই চুক্তি ফাইনাল হওয়ার পরেই প্যাকেজড ড্রিঙ্কিং জলের জগতে বড় নাম হিসেবে আবির্ভূত হতে চলেছে টাটারা। Tata গ্রুপের উপভোক্তা ব্যবসার দায়িত্বে রয়েছে টাটা কনজিউমার প্রোডাক্টস লিমিটেড।
TechSci নামক একটি বাজার গবেষক সংস্থার রিসার্চ রিপোর্ট অনুসারে 2021 আর্থিক বছরে দেশে বোতলজাত জল অর্থাৎ প্যাকেজড জলের বাজার ছিল 2.43 বিলিয়ন ডলার। যা কিনা ভারতীয় মুদ্রায় পরিমাণ প্রায় 19,315 কোটি টাকা। একাধিক রিপোর্ট দাবি করেছে , বর্তমানের নতুন ভারত মনে করছে, বাজারের খোলা জলের চেয়ে প্যাকেজড জল বা বোতলবন্দি জল অনেক বেশি নিরাপদ, পরিষ্কার- পরিচ্ছন্ন ও স্বাস্থ্যের জন্য ভালো।