Bangla24x7 Desk : শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় অব্যাহত ধরপাকড়। এবার ইডি’র হাতে ‘গ্রেপ্তার’ তৃণমূল যুব নেতা কুন্তল ঘোষ। নিউটাউনের চিনার পার্কের জোড়া ফ্ল্যাটে টানা ২৪ ঘণ্টা তল্লাশির পর ‘গ্রেপ্তার’ করা হয় তাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে তৃণমূল যুব নেতাকে ‘গ্রেপ্তার’ করে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট।
শুক্রবার নিউটাউনের চিনার পার্কের কাছে কুন্তল ঘোষের দু’টি বিলাসবহুল ফ্ল্যাটে তল্লাশি চালায় ইডি। শুক্রবার সকাল সাড়ে সাতটা থেকে শুরু হয় তল্লাশি। একটানা প্রায় চব্বিশ ঘণ্টা দু’টি ফ্ল্যাটে তল্লাশি চালান আধিকারিকরা। রাতভর দফায় দফায় জেরাও করা হয় তাকে। তদন্তে অসহযোগিতার অভিযোগে ভোররাতে প্রথমে আটক করা হয় কুন্তলকে।
কয়েকঘণ্টার মধ্যে ‘গ্রেপ্তার’ করা হয় তাকে। ধৃতের ফ্ল্যাট থেকে বেশ কিছু নথিপত্র বাজেয়াপ্ত করেছেন ইডি আধিকারিকরা। সূত্রের খবর, একটি ডায়েরি বাজেয়াপ্ত করা হয়েছে। ওই ডায়েরিতে টাকা লেনদেন সংক্রান্ত কিছু তথ্য রয়েছে বলেই খবর। শনিবারই তাকে আদালতে পেশ করবে ইডি।