Bangla24x7 Desk : Temple : ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে ব্যাঙের মন্দির ? জানেন আপনি ? দেবতার মন্দির তো আমরা সহজেই দেখতে পাই। ভারতবর্ষ সংস্কৃতির দেশ দেশের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে ছিটিয়ে রয়েছে অসংখ্য মন্দির। পূর্ব ভারতের কালীঘাট দক্ষিণেশ্বর কিংবা তারাপীঠ , আবার পশ্চিম ভারতের সিদ্ধি বিনায়ক মন্দির কিংবা সোমনাথ মন্দির। উত্তর ভারতের স্বর্ণমন্দির কিংবা অক্ষরধাম মন্দির আবার দক্ষিণ ভারতের তিরুপতি বালাজি মন্দির কিংবা পদ্মনাভস্বামী মন্দির – উত্তর থেকে দক্ষিণ , দেশের প্রতিটি প্রান্তেই ছড়িয়ে রয়েছে বিখ্যাত সমস্ত মন্দির। আর শুধু আমাদের দেশেই নয় , বিখ্যাত এই দেবভূমি গুলির পরিচিতি জগত বিখ্যাত। তবে আপনি কি জানেন ? আমাদের দেশে ব্যাঙের মন্দির। কোন রাজ্যে রয়েছে ব্যাঙের মন্দির ?
কি ! শুনেই চমকে উঠলেন নাকি ? ভাবছেন দেবতাদের ছেড়ে আচমকা ব্যাঙের মন্দির নিয়ে আলোচনা কেন ? তাহলে বলি শুনুন। তবে জেনে রাখুন , আদতে ব্যাঙের মন্দির নামে পরিচিত হলেও কৈলাসপতি দেবাদিদেব মহাদেব আরাধ্য দেবতা রূপে এই মন্দিরে পূজিত হন। উত্তরপ্রদেশের এই মন্দিরের গঠনশৈলী বড়ই অদ্ভুদ। কেননা মন্দিরের সামনেই বসে রয়েছে একটি বিশালাকৃতি কুমির , আর পিঠের ওপর রয়েছে একটি ব্যাঙ। আর ব্যাঙের পিছনেই রয়েছে ভগবান দেবাদিদেব নীলরুদ্র দেবের মন্দির। আপনি যদি দূর থেকে এই মন্দিরকে দেখেন তাহলে আপনার মনে হবে একটি ব্যাঙের উপর মন্দির নির্মাণ করা হয়েছে। এই যন্ত্রের ওপরেই রয়েছে মান্ডুক মন্দিরের গর্ভগৃহ। আসলে বিশাল আকৃতির মন্দিরের পিছনেই রয়েছে একটি যন্ত্র। আসলে সাহিত্যে লুকিয়ে থাকা কোন গোপন বিদ্যা বা মন্ত্রকে যন্ত্র বলেই অভিহিত করা হয়।
Temple : ভারতবর্ষের কোন রাজ্যে রয়েছে ব্যাঙের মন্দির ? জানেন আপনি ?
Read More : Raw Garlic : সকাল সকাল কাঁচা রসুন খান ! অজান্তেই শরীরে হবে ম্যাজিকের মত উপকার
তাহলে বলি শুনুন , জেনে রাখুন , আমাদের দেশের অন্যতম একটি বৃহৎ রাজ্য হল উত্তরপ্রদেশ। ভগবান প্রভু শ্রী রামচন্দ্রের পদধূলিধন্য ভারতের এই রাজ্যেই রয়েছে ব্যাঙের মন্দির। উত্তরপ্রদেশের লখিমপুর নামে একটি জায়গা , সেখানকার ওয়েল নামে এক শহরে অবস্থিত এই ব্যাঙের মন্দির। উত্তরপ্রদেশের লখনউ শহর থেকে প্রায় ১২০ কিলোমিটার দূরে অবস্থিত এই মন্দির , যা মান্ডুক মন্দির নামেও পরিচিত। উত্তরপ্রদেশে অবস্থিত এই মন্দিরটি ভারতীয় স্থাপত্য শিল্পের এক অপূর্ব সুন্দর নিদর্শন বলেই মনে করা হয়।