Bangla24x7 Desk : নদীয়ার নাকাশিপাড়ায় ভয়াবহ পথ দুর্ঘটনা। লরির সঙ্গে গাড়ির সংঘর্ষে শিশু সহ মৃত ৫। নাকাশিপাড়ায় ৩৪ নম্বর জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনা। জানা গিয়েছে, মৃতেরা সকলেই উত্তর দিনাজপুরের রায়গঞ্জের বাসিন্দা। তাঁদের নাম বিদ্যুৎ রায় (৩৮), পারুল রায় (৬৮), অর্কপর্ণ রায় (১০) , আয়ুষ্মান রায় (৫) এবং মুকুল সরকার (৫৬)। মৃতেরা সকলেই একই পরিবারের সদস্য।
স্থানীয় সূত্রে খবর , জাতীয় সড়কে কাজ চলছিল। কাজ থমকে থাকায় ‘সিঙ্গল লেন’ দিয়েই গাড়ি চলাচল করছিল। দুর্ঘটনাগ্রস্ত গাড়িটি রায়গঞ্জ থেকে কলকাতার দিকে আসছিল। ৩৪ নম্বর জাতীয় সড়কে টোল প্লাজার কাছে সামনে থেকে আসা বহরমপুরগামী একটি লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় গাড়িটির। টোল প্লাজার কাছে আচমকাই নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন মারুতি গাড়ির চালক। একেবারে সজোরে গিয়ে ধাক্কা মারে লরিটিকে। দুমড়ে মুছড়ে যায় মারুতির সামনের অংশটি। দুর্ঘটনার কারণে পাঁচ আরোহীর মৃত্যু হয়।
কি কারণে এই দুর্ঘটনা , তা নিয়ে এখনও সংশয় রয়েছে। প্রতিনিয়তই এখানে দুর্ঘটনা ঘটে। টোল থেকে ছাড়িয়ে রাস্তাটা এক লেনের হয়ে যাওয়ায় অনেক সময়ই নিয়ন্ত্রণ হারায় গাড়িগুলি। দুর্ঘটনা প্রবণ এলাকায় নেই কোন ট্রাফিকের নজরদারি – একাধিক অভিযোগে সরব স্থানীয় বাসিন্দারা। ঘটনার কিছুক্ষণের মধ্যেই উদ্ধারকারী দলকে খবর দিয়ে দুর্ঘটনাগ্রস্ত গাড়িটিকে উদ্ধার করা হয়। ঘটনার জেরে নিহতদের পরিবারে শোকের ছায়া।