Bangla24x7 Desk : উত্তরপ্রদেশের গোন্ডায় ভয়াবহ ট্রেন দুর্ঘটনা। চণ্ডীগড় থেকে ডিব্রুগড়গামী ডিব্রুগড় এক্সপ্রেসের অন্তত ১০-১২ টি কামরা লাইনচ্যুত হয়েছে বলে প্রাথমিক ভাবে জানা যাচ্ছে। রেল যাত্রার বিভীষিকা কাটার নাম নেই। এবার উত্তরপ্রদেশের গোন্ডায় ডিব্রুগড় এক্সপ্রেসে ভয়াবহ দুর্ঘটনা। দুর্ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছে যান রেলের আধিকারিকরা। উদ্ধার অভিযানে স্থানীয় প্রশাসনকে সহায়তা করতে রওনা দিয়েছে সেনা জওয়ানদের একটি দল। প্রাথমিকভাবে ১৫টি অ্যাম্বুলেন্স এবং ৪০ সদস্যের মেডিক্যাল টিমকে ঘটনাস্থলে পাঠানো হয়েছে।

এদিকে যাত্রীদের সুবিধার্থে রেলের তরফে বেশ কিছু হেল্পলাইন নম্বর প্রকাশ করা হয়েছে। গত ১৭ জুন দুর্ঘটনার মুখে পড়েছিল কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। তারপর একমাস যেতে না যেতেই ফের দুর্ঘটনার মুখে পড়ল আরও একটি দূর পাল্লার ট্রেন। প্রাথমিকভাবে জানা গিয়েছে, চণ্ডীগড় থেকে ডিব্রুগড় যাচ্ছিল ট্রেনটি। মাঝপথে উত্তরপ্রদেশের গোন্ডায় ঝুলাহি স্টেশনের কাছে এক্সপ্রেস ট্রেনটির ১০-১২টি কামরা লাইনচ্যুত হয়। এর মধ্যে ৩টি কামরা সম্পূর্ণভাবে উলটে যায়। এর ফলে মৃত্যু হয়েছে ৪ জন যাত্রীর। আহত বহু। মৃতের সংখ্যা বাড়ার আশঙ্কা করা হচ্ছে। শুরু হয়েছে উদ্ধারকাজ। জুনের পর জুলাই মাসে ফের দুর্ঘটনায় রেলের বিরুদ্ধে গাফিলতির অভিযোগ উঠেছে। দুর্ঘটনার কারণ এখনও স্পষ্ট নয়।

ডিব্রুগড় এক্সপ্রেসে দুর্ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছেন অসমের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা।অসম সরকারের তরফে জানানো হয়েছে, গোন্ডার দুর্ঘটনার উপরে নজর রাখছেন অসমের মুখ্যমন্ত্রী। দুর্ঘটনাস্থলের প্রশাসনের সঙ্গে যোগাযোগ রাখছে কর্তৃপক্ষ। উপযুক্ত ব্যবস্থা নেওয়া হবে। উত্তরপ্রদেশ সরকারের তরফে বিবৃতিতে বলা হয়েছে, জেলার আধিকারিকদের দ্রুত উদ্ধারকাজের জন্য প্রয়োজনীয় নির্দেশ দেওয়া হয়েছে। উত্তর প্রদেশের মুখ্যমন্ত্রী, যোগী আদিত্যনাথ সরকারি কর্তাদের অবিলম্বে ঘটনাস্থলে পৌঁছনোর এবং ত্রাণের কাজে দ্রুততা আনার নির্দেশ দিয়েছেন। আহতদের সবরকম চিকিৎসা সহায়তা দেওয়ার নির্দেশও দিয়েছেন মুখ্যমন্ত্রী। রাজ্য বিপর্যয় মোকাবিলা বাহিনীকেও ঘটনাস্থলে যেতে বলা হয়েছে। 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *