Bangla24x7 Desk : আন্দোলেন ঝাঁজ বাড়াচ্ছেন চাকরিপ্রার্থীরা। নিয়োগের দাবিতে বুধবার দুপুরে আচমকাই এক্সাইড মোড়ে জমায়েত করে করেন ২০১৪ সালের নন-ইনক্লুডেড টেট প্রার্থীরা। শুরু হয় বিক্ষোভ। জমায়েত ভাঙতে ধরপাকড় শুরু করে পুলিশ। দু’পক্ষের মধ্যে শুরু হয় ধ্বস্তাধ্বস্তি। রক্ত ঝরে আন্দোলনকারীর। আন্দোলনকারীদের টেনে হেঁচড়ে প্রিজন ভ্যানে তুলতে শুরু করে পুলিশ কর্মীরা। পালটা পুলিশের গাড়ির চাকার তলায় মাথা রেখে বিক্ষোভ দেখাতে থাকেন আন্দোলনকারীরা। এক্সাইড মোড় ফাঁকা করে দিতেই ক্যামাক স্ট্রিটে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অফিসের সামনে বিক্ষোভ শুরু করেন তাঁরা। যার জেরে রণক্ষেত্র হয়ে ওঠে ক্যামাক স্ট্রিট।আন্দোলনকারীদের দাবি একটাই , নিয়োগ চাই।
দেড় বছরের বেশি সময় কেটে গিয়েছে। চাকরির দাবিতে রাস্তায় বসে আন্দোলন করছেন ভবিষ্যতের শিক্ষকরা। কিন্তু নিয়োগ মেলেনি। এদিন আচমকাই এক্সাইড মেট্রো স্টেশনের সামনে জমায়েত করেন চাকরিপ্রার্থীরা। বিক্ষোভ শুরু করতেই ধরপাকড় শুরু করে পুলিশ। এক্সাইড মোড়ে ছিলেন কলকাতা পুলিশের পদস্থ আধিকারিকরা। পুলিশের সঙ্গে ধ্বস্তাধ্বস্তি শুরু হয়ে যায় বিক্ষোভকারীদের। অভিযোগ, টেনে হেঁচড়ে বিক্ষোভকারীদের প্রিজন ভ্যানে তোলা হয়। কিন্তু তাতেও তাঁদের দমানো যায়নি। পুলিশি ধরপাকড়ের জেরে অসুস্থ হয়ে পড়েন অনেকে। তাঁদের প্রাথমিক চিকিৎসার পরিবর্তে তুলে প্রিজন ভ্য়ানে তুলে নিয়ে যাওয়া হয়। আন্দোলনের জেরে এদিন আশুতোষ মুখার্জি রোডে গাড়ি চলাচল বন্ধ হয়ে যায়।