Bangla24x7 Desk : কথা ছিল আসন্ন অর্থবর্ষের জন্য় নতুন বাজেট পেশ করবেন তিনি। কিন্তু বাজেট পড়তে গিয়ে একটানা ৮ মিনিট পড়ার পর মুখ্য সচেতকের ইশারায় রাজস্থানের মুখ্যমন্ত্রী অশোক গেহলট বুঝতে পারলেন এতক্ষণ যা পড়েছেন তা আসলে আগের বারের বাজেট! স্বাভাবিক ভাবেই এমন ঘটনায় উত্তাল রাজস্থানের বিধানসভা। কী করে মুখ্যমন্ত্রী এমনটা করতে পারেন প্রশ্ন তুলে বিরোধিতা শুরু করেছে বিজেপি।
রাজস্থানের প্রাক্তন মুখ্যমন্ত্রী বিজেপি নেত্রী বসুন্ধরা রাজে গেহলটকে আক্রমণ করে বলেছেন, ”৮ মিনিট ধরে মুখ্যমন্ত্রী পুরনো বাজেট পড়ে গেলেন। যখন আমি মুখ্যমন্ত্রী ছিলাম, বাজেট পেশ করার আগে বারবার দেখে নিতাম সব ঠিক আছে কিনা। মুখ্যমন্ত্রীর এই পুরনো বাজেট পড়া থেকেই আপনারা বুঝতে পারছেন রাজ্যটা কেমন নিরাপদ হাতে রয়েছে!” সেই সঙ্গে বিজেপি নেতা গুলাবচাঁদ কাটারিয়া জানতে চেয়েছেন, ”বাজেট পেশ করা হল না। এটা কি ফাঁস হয়ে গেল?” বিধানসভায় বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি হতেই স্পিকার সিপি জোশি সকলের কাছে আরজি জানান, একে একে প্রতিবাদ জানাতে। কিন্তু সেই আরজিতে সাড়া না দিয়ে বাড়তে থাকে বিক্ষোভ। ওয়েলে বসে প্রতিবাদ জানাতে থাকেন বিজেপি বিধায়করা।
এহেন বিতর্কের মুখে পড়ে অবশেষে মুখ খোলেন গেহলট। তাঁকে বলতে শোনা যায়, ”যদি ভুল করে আমার বাজেটের সঙ্গে অন্য কাগজ জুড়ে যায়, সেকারণে বাজেট ফাঁসের কথা উঠছে কী করে?” তবে সেই সঙ্গে তিনি এমন ভুলের জন্য সকলের কাছে ক্ষমাও চেয়ে নিয়েছেন। কিন্তু তাতেও বিতর্ক থামার নাম নেই। বর্তমান সরকারের শেষ বাজেট ঘিরে বিতর্ক অব্যাহত।