Bangla24x7 Desk : নবনিযুক্ত রাজ্যপালের সাথে ফোনালাপ মুখ্যমন্ত্রীর , আগামী সপ্তাহেই কি শপথগ্রহণ ? সূত্রের খবর, শপথ নেওয়ার দিন হিসাবে মুখ্যমন্ত্রীর তরফ থেকে ২১ অথবা ২৩ নভেম্বর প্রস্তাব করা হয়েছে। তবে ব্যক্তিগত সূত্রের খবর, সম্ভবত দু’দিনের মধ্যে কোনওদিন শপথ নিচ্ছে না নবনিযুক্ত রাজ্যপাল। আগামী ২৩ নভেম্বরের পরই শপথ নিতে পারেন তিনি। মমতা বন্দ্যোপাধ্যায়ের ফোন পেয়ে আপ্লুত রাজ্যপাল। তিনি বলেন, “মুখ্যমন্ত্রী আমার সঙ্গে খুবই ভালভাবে এবং ডিগনিফায়েডভাবে কথা বলেছেন। আমাদের দু’জনের মধ্যে অনেক কথা হয়েছে। যেটা আমি প্রকাশ করতে পারব না। আমি খুবই খুশি যে তিনি এই ফোন করার উদ্যোগটা নিয়েছেন। আমাদের দু’জনের মধ্যে খুবই সুমধুর কথাবার্তা হয়েছে।”
কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের রিপোর্টে কলকাতাকে দেশের সবচেয়ে নিরাপদ শহর বলা হয়েছে। কেন্দ্রের একাধিক কাজ সম্পাদনে বাংলা একাধিক পুরস্কার পেয়েছে। সেই বাংলার রাজ্যপাল হিসাবে তিনি অত্যন্ত আনন্দিত বলে জানিয়েছেন সি ভি আনন্দ বোস। এদিন তিনি বলেন, “কলকাতাকে আমি সিটি উইথ দ্য সোল বলেই মনে করি, যা তাকে সকলের থেকে আলাদা করেছে। আমি কলকাতায় দু’বছর ছিলাম। আমি বাংলার মানুষের পালস জানি। আমি বাংলার মানুষের অ্যাডমায়ারার।
তাঁর পূর্বসূরি বর্তমান উপ-রাষ্ট্রপতি জগদীপ ধনকড়ের সঙ্গে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের একপ্রকার সংঘাতের পরিস্থিতি তৈরি হয়েছিল, টুইট যুদ্ধ থেকে শুরু করে যা গড়িয়েছিল তৎকালীন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ পর্যন্ত। সরাসরি কোবিন্দের কাছে ধনকড়কে রাজ্যপাল পদ থেকে সরানোর আবেদন করেছিলেন তৃণমূলের লোকসভার দলনেতা সুদীপ বন্দ্যোপাধ্যায়। একই দাবিতে সংসদে সরব হয়েছিল তৃণমূল। সেবিষয়ে প্রশ্ন করা হলে বিষয়টিকে ‘সংঘাত’ বলে মানতে চাননি বোস।