Bangla24x7 Desk : ফের যাদবপুর বিশ্ববিদ্যালয়ে র্যাগিং এর অভিযোগ। দৃষ্টিহীন পড়ুয়াকে হেনস্তা করার অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয়ের এক প্রাক্তন পড়ুয়ার বিরুদ্ধে। সোমবার রাতেই উপাচার্যের কাছে অভিযোগ জানিয়েছেন ওই পড়ুয়া। বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের র্যাগিং সংক্রান্ত নির্দেশিকা মেনে অভিযোগের ভিত্তিতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। একইসঙ্গে যেহেতু অভিযুক্ত পড়ুয়া চলতি বছরে উত্তীর্ণ হয়ে গিয়েছেন, অর্থাৎ পাস-আউট, তাই তাঁকে হস্টেল ছাড়ারও নির্দেশ দেওয়া হয়েছে। অভিযুক্ত মদ্যপ অবস্থায় র্যাগিং করেছেন বলে অভিযোগ।
জানা গিয়েছে, সোমবার সন্ধে ৬টা নাগাদ একটি পরীক্ষার জন্য অনুলেখক খুঁজতে বিশ্ববিদ্যালয়ের নিউ ব্লক হস্টেলে গিয়েছিলেন আংশিক দৃষ্টিহীন ছাত্র বুদ্ধদেব জানা। আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের স্নাতকের তৃতীয় বর্ষের ছাত্র বুদ্ধদেব। থাকেন বিশ্ববিদ্যালয়ের জিসি সেন ছাত্রাবাসে। তাঁর অভিযোগ, তিনি যখন নিউ ব্লক হস্টেলে বন্ধুর ঘরে বসে কথা বলছিলেন, তখন আচমকা ঘরে ঢুকে আসেন জয়দীপ মালি নামের এক ছাত্র।
চলতি বছর মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং-এ চার বছরের স্নাতক কোর্সে উত্তীর্ণ হয়েছেন জয়দীপ। অভিযোগ, জয়দীপ মদ্যপ অবস্থায় ছিলেন। প্রথমে কথা কাটাকাটি দিয়ে শুরু হয়। আচমকা জয়দীপ তাঁর উপর চড়াও হন বলে অভিযোগ। বুদ্ধদেব বলেন, ‘‘মদ্যপ অবস্থায় আমার কলার ধরে ঘর থেকে বের করে আনে। ধাক্কা দিতে দিতে সিঁড়ি দিয়ে নামায়। আরও কয়েকজন ছিল, তারা আমার গায়ে হাত না দিলেও সমর্থন করছিল। অশ্লীল ভাষায় গালিগালাজ করছিল। আসলে আমায় চড় মারতে এসেছিল। আমি হাতটা ধরে ফেলেছিলাম। তারপরই আমার উপর চড়াও হয়।’’
ঘটনার খবর পেয়ে যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ডিন অফ স্টুডেন্টস সন্ধেতেই প্রতিনিধি পাঠান। চলে আসেন হস্টেল সুপার। তাঁদের হস্তক্ষেপে তখনকার মতো পরিস্থিতি শান্ত হয়। অভিযুক্ত প্রাক্তনী দলবল নিয়ে দৃষ্টিহীন ছাত্রের হস্টেলে গিয়ে তাঁকে হুমকি দেন বলে অভিযোগ। তার প্রেক্ষিতে রাতে উপাচার্যকে ই-মেল করে র্যাগিং এর অভিযোগ জানান বুদ্ধদেব জানা। অভিযুক্ত পড়ুয়া চলতি বছর উত্তীর্ণ হয়েছেন, তাই তঁাকে হস্টেল ছেড়ে দিতে নির্দেশ দেওয়া হয়েছে। নির্দেশ মেনে ওই প্রাক্তনী হস্টেল ছেড়ে দিয়েছেন বলে জানা গিয়েছে। ডিন অফ স্টুডেন্টস রজত রায় বলেন, ‘‘অভিযোগ এসেছে। তদন্ত হবে। ইউজিসি-র অ্যান্টি র্যাগিং গাইডলাইন মেনে যা যা পদক্ষেপ নেওয়ার সবই নেওয়া হচ্ছে। অ্যান্টি র্যাগিং স্কোয়াডের বৈঠক ডাকা হয়েছে।’’