Bangla24x7 Desk : বিদেশ যাত্রার অনুমতি চেয়ে কলকাতা হাই কোর্টের অবসরকালীন বেঞ্চের দারস্থ হয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের শ্যালিকা মেনকা গম্ভীর। কিন্তু সেই বেঞ্চে মেনকার গম্ভীরের আবেদন শুনানি হল না। বিচারপতি লপিতা বন্দ্যোপাধ্যায় মামলাটি রেগুলার বেঞ্চে পাঠিয়ে দেন। পুজোর ছুটির পর এই তাঁর আবেদনের শুনানি হবে।

বিচারপতির যুক্তি , রেগুলার বেঞ্চে ইতিমধ্যে একই ধরনের আরজি জানিয়ে রেখেছেন মেনকা। তাই অবসরকালীন বেঞ্চে শুনানির দরকার নেই। ছুটির পর কলকাতা হাই কোর্টে স্বাভাবিক কাজকর্ম শুরু হলে সেখানে এই মামলার শুনানি হবে। মায়ের অসুস্থতার কারণ দেখিয়ে ব্যাংকক যাওয়ার অনুমতি চেয়েছিলেন তিনি। আপাতত রেগুলার বেঞ্চের শুনানির জন্য অপেক্ষা করতে হবে তাঁকে।

প্রসঙ্গত, কয়লা পাচার মামলায় একাধিকবার কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার জেরার মুখে পড়েন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর স্ত্রী রুজিরাকেও জেরা করা হয়। কয়লা পাচার মামলায় নাম জড়িয়েছে অভিষেকের শ্যালিকা মেনকা গম্ভীরেরও। সেপ্টেম্বরের ১০ তারিখ রাত ন’টার ইন্ডিগোর বিমানে ব্যাংকক যাওয়ার কথা ছিল তাঁর। সেই মতো রাত আটটায় তিনি দমদম বিমানবন্দরে পৌঁছে যা। কিন্তু এরপরই বিপত্তি। অভিবাসন দপ্তর থেকে তাঁকে আটকে দেওয়া হয়। জানানো হয় , ইডির নোটিসের জন্য বিদেশে যেতে পারবেন না তিনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *