Bangla24x7 Desk : বিরিয়ানি খাইয়ে ভোটার টানার উদ্যোগ , মধ্যপ্রদেশে ভোটপ্রচারে ‘বিরিয়ানি পার্টি’ ‘মিমে’র।  ভোজ খাইয়েই ভোটারের মন জিততে চাইছে আসাউদ্দিন ওয়েইসির দল ‘অল ইন্ডিয়া মজলিস-ই-ইত্তেহাদুল মুসলিমিন’ (মিম)। আগামী বছর মধ্যপ্রদেশের বিধানসভা ভোটকে সামনে রেখে ‘বিরিয়ানি পার্টি’-র আয়োজন করছে মিম। লক্ষ্য, এই ভোজসভার মাধ্যমে আরও বেশি সংখ্যক ভোটারের কাছে নিজেদের পৌঁছে দেওয়া।

তৌকের নিজামি নামে মধ্যপ্রদেশের এক মিম নেতা জানাচ্ছেন, মধ্যপ্রদেশে মিমের ভিত মজবুত করতে নানা পরিকল্পনা রয়েছে তাঁদের। এই মুহূর্তে মধ্যপ্রদেশে মিমের সদস্য সংখ্যা এক লক্ষেরও বেশি বলে দাবি করেছেন ওই নেতা। এই বিরিয়ানি ভোজের দৌলতে ভালই জনসংযোগ হচ্ছে বলে দাবি করেছেন তিনি।

জানান, গত কয়েক দিনে নারেলা বিধানসভা কেন্দ্রে নতুন করে প্রায় ২৫ হাজার মানুষ মিমের সঙ্গে যুক্ত হয়েছেন। সক্রিয়কর্মী হিসাবে কাজ করছেন অনেকে। ২০২৩ সালে মধ্যপ্রদেশের বিধানসভা নির্বাচনে ৫০টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করার প্রস্তুতি নিচ্ছে মিম। ভোপাল, ইনদওর, জব্বলপুর, খান্ডওয়া, খারগোন এবং বুরহানপুরের মতো শহরে মিম কোমর বেঁধে নামছে প্রচারে। সম্প্রতি পুরভোটে ৭টি আসনে জয় আসাউদ্দিনের পার্টিকে বাড়তি অক্সিজেন জোগাচ্ছে।

ওই নেতার কথায়, ‘‘এই জনসংযোগের মাধ্যমে আমাদের লক্ষ্য হল বিধানসভা ভোটের আগে কর্মী সংখ্যা ১০ লক্ষ করা। হায়দরাবাদি বিরিয়ানির কথা আর কী বলব। হায়দরাবাদে ওয়েইসির পরই বিখ্যাত হায়দরাবাদি বিরিয়ানি। বিরিয়ানি ভোজের মাধ্যমে বেশি সংখ্যক মানুষের কাছে পৌঁছে যাচ্ছি আমরা।’’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *